West Bengal Job: মাধ্যমিক পাশে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ রাজ্যের পৌরসভায়, জানুন আবেদন পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 26, 2021 | 5:01 PM

West Bengal Job: এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে এক মাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। তবে কোনও অবিবাহিত মহিলা প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন না। একমাত্র বিবাহিতা অথবা বিবাহবিচ্ছিন্না অথবা বিধবা মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

West Bengal Job: মাধ্যমিক পাশে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ রাজ্যের পৌরসভায়, জানুন আবেদন পদ্ধতি

Follow Us

কলকাতা: করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে চাকরির বাজারেও গতি এসেছে। বেসরকারী সংস্থার পাশাপাশি সরকারি চাকরিতেও নতুন নিয়োগ হচ্ছে। এই তালিকায় সম্প্রতি একাধিক শূন্যপদে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

পদের নাম, শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা

হেলথ ওয়ার্কার পদে মোট শূন্য পদের সংখ্যা ৪০টি। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে এক মাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। তবে কোনও অবিবাহিত মহিলা প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন না। একমাত্র বিবাহিতা অথবা বিবাহবিচ্ছিন্না অথবা বিধবা মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়স, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা, বেতন

এই পদে আবেদনকারী মহিলা প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে ০১ জানুয়ারি ২০২১ অনুযায়ী। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ীই বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। প্রার্থীদের www.siligurimc.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। আবেদনপত্রটি এ৪ সাইজে প্রিন্ট করিয়ে তা পূরণ করে সমস্ত নথী সংযুক্ত করে জমা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে গিয়ে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে আসা কোনও আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩ নভেম্বর। প্রার্থী নিয়োগ করা হবে শিলিগুড়ি পৌরসভায়।
নির্বাচিত প্রার্থীদের বেতন হিসেবে প্রতি মাসে ৪,৫০০ টাকা দেওয়া হবে।

আবেদনের সঙ্গে যে সব নথী জমা দিতে হবে

আবেদনকারীদের আবেদন পত্রের সঙ্গে যে সব নথী জমা দিতে হবে সেগুলি হল-
> বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
> আধার অথবা ভোটার অথবা রেশন কার্ড
>মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
>বিবাহের শংসাপত্র বা ভোটার, আধার বা রেশন কার্ড যেখানে স্বামীর নামোল্লেখ রয়েছে
> স্বামীর মৃত্যুর সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
> বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
সমস্ত নথীরই প্রতিলিপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে।

আরও পড়ুন: West Bengal Job: রাজ্যে ইন্ডিয়ান অয়েলের শিক্ষানবিস পদে প্রচুর নিয়োগ, প্রশিক্ষণ চলাকালীণ দেওয়া হবে স্টাইপেন্ডও

Next Article