West Bengal job: ক্লার্ক পদে চাকরির সুযোগ এশিয়াটিক সোসাইটিতে, জানুন কীভাবে করবেন আবেদন

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 19, 2021 | 4:17 PM

West Bengal job: আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথী সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে কলকাতা এশিয়াটিক সোসাইটির কলকাতা অফিসের ঠিকানায় পাঠাতে হবে। এটি পাঠাতে হবে স্পিড পোষ্ট অথবা কুরিয়ারের মাধ্যমে। আবেদন পাঠানোর শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর ২০২১।

West Bengal job: ক্লার্ক পদে চাকরির সুযোগ এশিয়াটিক সোসাইটিতে, জানুন কীভাবে করবেন আবেদন

Follow Us

কলকাতা: সম্প্রতি প্রকাশিত হয়েছে এশিয়াটিক সোসাইটিতে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ-সি এবং গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি স্ব-শাসিত সংস্থা হল এশিয়াটিক সোসাইটি। এই পদগুলিতে পশ্চিমবঙ্গের যে কোনও নাগরিকই আবেদন করতে পারবেন। এই নিয়োগ হবে কলকাতার এশিয়াটিক সোসাইটির দপ্তরে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বিজ্ঞপ্তি নং,

চলতি মাস অর্থাৎ অক্টোবর মাসের ৮ অক্টোবর এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি নম্বর হল TASK/ 2021/01।

পদের নাম, মোট শূন্য পদ, বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রুপ-বি) পদে মোট শূন্য পদের সংখ্যা ২টি (UR-1, OBC-1)। এই পদে পে লেভেল ৭ অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ৩২ বছর। এই পদে আবেদনকারী প্রার্থীকে লাইব্রেরী সাইন্স বিষয়ে মাস্টার ডিগ্রী অথবা স্নাতক হতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে (গ্রুপ-সি) মোট শূন্যপদের সংখ্যা ৯টি (UR-৭টি, SC-১টি, OBC-১টি)। এই পদে পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। আবেদন করার জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে দ্রুত টাইপিং করার দক্ষতা থাকতে হবে।

বাইন্ডার/Mender (গ্রুপ-সি) পদে মোট শূন্য পদের সংখ্যা ১টি (UR-1)। এই পদে পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। আবেদন করার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীকে যে কোনও সরকারি প্রেসে ন্যূনতম পাঁচ বছরের বাইন্ডিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়ার অ্যাটেন্ডেন্ট (গ্রুপ-সি) পদে মোট শূন্য পদের সংখ্যা ৫টি (UR-৪, SC-১)। এই পদে নির্বাচিত প্রার্থীকে পে লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পদে আবেদনকারীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাশ করতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করার পদ্ধতি

আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়সের হিসেব করা হবে ৩০ নভেম্বর ২০২১ সময়ানুযায়ী। তবে যারা সংরক্ষিত প্রার্থী তারা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। আবেদন করার জন্য প্রার্থীকে কোনও ফি দিতে হবে না। প্রার্থীকে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে। আবেদনকারীকে এশিয়াটিক সোসাইটির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। প্রার্থী নির্ধারিত পদের জন্য নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করবেন। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথী সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে কলকাতা এশিয়াটিক সোসাইটির কলকাতা অফিসের ঠিকানায় পাঠাতে হবে। এটি পাঠাতে হবে স্পিড পোষ্ট অথবা কুরিয়ারের মাধ্যমে। আবেদন পাঠানোর শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর ২০২১।

আবেদনকারীকে মুখবন্ধ খামের উপর লিখতে হবে ‘Application for the post of……(পদের নাম) against Vacancy notice no. TASK/2021/01dated 08.10.2021। আবেদন পাঠানোর ঠিকানা – General Secretary, The Asiatic Society, 1Park street, kolkata-700016।

আরও পড়ুন: West Bengal job: পশ্চিমবঙ্গে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান অয়েল, পাওয়া যাবে স্টাইপেন্ডও

Next Article