কলকাতা: রাজ্য পুলিশে চলছে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্যপদে চলছে নিয়োগ। লেডি কন্সটেবল পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হয়েছে। যারা এই শূন্যপদে আবেদন করেছেন, তারা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in- এ গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।
পশ্চিমবঙ্গ পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৩৩৫টি শূন্যপদে লেডি কন্সটেবল হিসাবে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর রাজ্য পুলিশে লেডি কন্সটেবল পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে। আবেদনকারীরা আবেদনপত্রের সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।