কলকাতা: পুলিশে চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। রাজ্য পুলিশের তরফে ফের একবার প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজপ্তি। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সশস্ত্র ও নিরস্ত্র বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা ২০ থেকে ২৭ বছর হতে হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদন করার জন্য ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে পশ্চিমবঙ্গের জনজাতি/উপজাতি শ্রেণিভুক্তদের এই শূন্যপদে আবেদন করার জন্য কোনও আবেদন ফি জমা দিতে হবে না। কেবল ২০ টাকা প্রসেসিং ফি জমা দিতে হবে।