
কলকাতা: পুলিশে চাকরি করার স্বপ্ন? তবে সেই স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে এইবার। নতুন বছরেই কর্মী নিয়োগ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে। সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গ পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষা হবে। হল টিকিট প্রকাশ হবে ১৮ জানুয়ারি। আবেদনকারীরা ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।
পরীক্ষার দিন অবশ্যই ই-অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। এছাড়া আসল পরিচয়পত্র নিয়ে যেতে হবে। পরীক্ষার্থীরা মোবাইল, ব্লুটুথ হেডফোন, পোর্টেবল স্ক্যানার, ডিজিটাল ঘড়ি, ক্য়ালকুলেটর নিয়ে যেতে পারবেন না। মহিলাদের হাই হিল পরে যাওয়াও নিষিদ্ধ।
এমসিকিউ ভিত্তিক প্রশ্নপত্র হবে। মোট ৯০ মিনিটের পরীক্ষা হবে।