WBPSC recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন পদে হবে নিয়োগ?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 16, 2022 | 8:20 AM

PSC Recruitment: ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৭ ডিসেম্বর অবধি আবেদন প্রক্রিয়া চলবে।

WBPSC recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন পদে হবে নিয়োগ?
ছবি: ফাইল চিত্র

Follow Us

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৭ ডিসেম্বর অবধি আবেদন প্রক্রিয়া চলবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in থেকে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

শূন্যপদ: পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের উল্লেখ নেই। পরীক্ষা নেওয়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা নির্ধারিত হবে।

বেতন: এই পদের জন্য ৯০০০ থেকে ৪০,৫০০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি ৪,৪০০ টাকা গ্রেড পে মিলবে।

আবেদন ফি: আবেদনকারীকে ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না।

বয়স: ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী ছাড়া পাবেন। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে তাঁর স্ট্রিমে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। আবেদনকারীকে বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

আবেদন পদ্ধতি: পিএসসির ওয়েবসাইট থেকেই এই পদে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article