WBPSC Recruitment 2023: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, এইভাবে আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 21, 2023 | 7:11 AM

WBPSC Recruitment 2023: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ৩০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ১০২টি পদ অসংরক্ষিত। আগ্রহী আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট  wbpsc.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

WBPSC Recruitment 2023: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, এইভাবে আবেদন করুন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: রাজ্যে কর্মী নিয়োগের দারুণ সুযোগ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে চলছে কর্মী নিয়োগ। রাজ্যে মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ আগামী ১২ অক্টোবর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট  wbpsc.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ৩০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ১০২টি পদ অসংরক্ষিত। ৬৭টি আসন জনজাতি, ১৯টি আসন উপজাতি, ৪৩টি আসন ওবিসি-এ,  ২৯টি আসন ওবিসি-বি, ১৪টি আসন বিশেষভাবে সক্ষম ও ২৬টি আসন আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

আবেদনের বয়সসীমা-

মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে মেডিক্যাল স্নাতকদের আবেদনে বয়সের উর্ধ্বসীমা ৩৬ বছর ধার্য করা হয়েছে। মেডিক্যাল স্নাতকোত্তরদের ক্ষেত্রে ৪০ বছর বয়সের উর্ধ্বসীমা ধার্য করা হয়েছে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য ২১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-

আবেদন শুরুর তারিখ- ২১ সেপ্টেম্বর

আবেদন পাঠানোর শেষ তারিখ- ১২ অক্টোবর

আবেদন ফি পাঠানোর শেষ তারিখ- ১২ অক্টোবর দুপুর ৩টে অবধি

অফলাইনে আবেদন ফি পাঠানোর শেষ তারিখ- ১৩ অক্টোবর

Next Article