WBPSC Recruitment 2023: মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে চলছে নিয়োগ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 07, 2023 | 7:39 AM

WBPSC Recruitment 2023: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

WBPSC Recruitment 2023: মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে চলছে নিয়োগ
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রাজ্যে সরকারি চাকরির দারুণ সুযোগ। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ-

৮ ডিসেম্বর থেকে শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই শূন্য়পদে আবেদন জানানোর শেষ তারিখ ২৯ ডিসেম্বর। অফলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ ডিসেম্বর।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়সসীমা ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদনকারীদের অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ১০টি শব্দ করতে দক্ষ হতে হবে।

বেতন-

ক্লার্ক পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীদের ১১০ টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে জনজাতি, উপজাতি সহ সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

Next Article