
নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য় সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ৮১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট westerncoal.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
নিয়োগ বিজ্ঞপ্তি-
ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে জানানো হয়েছে, মোট ৮৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৮১৫টি পদ ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। আইটিআই পাশ অ্যাপ্রেন্টিসরা এই পদে আবেদন করতে পারবেন। বাকি ৬০টি পদ নবাগতদের জন্য় বরাদ্দ রাখা হয়েছে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের জন্য ন্যূনতম বয়সসীমা ১৮ বছর ধার্য করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে সর্বাধিক বয়স ২৫ বছর।