Yoga Teacher: দ্বাদশ পাশের পরই যোগা কোর্স করে গড়ুন কেরিয়ার, বড় প্রতিষ্ঠানে রয়েছে চাকরির সুযোগ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 20, 2023 | 12:21 AM

International Yoga Day: বর্তমানে স্কুলগুলিতে যোগা শিক্ষক, জিমে যোগা প্রশিক্ষক, স্বাস্থ্য রিসর্টগুলিতে প্রশিক্ষক এবং গবেষক হিসাবে নিয়োগ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন হাসপাতালেও রোগীদের চিকিৎসার জন্য যোগা শিক্ষকের চাহিদা বাড়তে শুরু করেছে।

Yoga Teacher: দ্বাদশ পাশের পরই যোগা কোর্স করে গড়ুন কেরিয়ার, বড় প্রতিষ্ঠানে রয়েছে চাকরির সুযোগ
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: শরীর ও মন সুস্থ রাখতে যোগার (Yoga) জুড়ি নেই। একসময়ে সমাজে যোগার যথেষ্ট চল ছিল। কিন্তু, পরবর্তীতে জীবনযাত্রার বদলের সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যায় শরীর সুস্থ রাখার এই পুরানো টোটকা। তবে বর্তমানে ইদুর-দৌড়ের সময়ে ফের দেশে এবং বিদেশে যোগার ক্রেজ দ্রুত বাড়ছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) রাষ্ট্রসঙ্ঘে ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে উদযাপন করার প্রস্তাব করেছিলেন। সেটি গৃহীত হয়েছিল। তারপর ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস (International Yoga Day) হিসাবে পালিত হয়। এবছর তো রাষ্ট্রসঙ্ঘে যোগা শেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ যোগব্যায়ামের প্রসার ক্রমশ বাড়ছে। ক্রমশ চাহিদা বাড়ার ফলে চাকরির বাজারে যে যোগার বিশেষ প্রভাব পড়তে চলেছে, তা বলা বাহুল্য। বর্তমানে অনেক বড়- বড় প্রতিষ্ঠানে যোগা প্রশিক্ষণ শুরু হয়েছে এবং যোগা শিক্ষকের চাহিদা রয়েছে। ফলে যোগা নিয়ে আপনি কেরিয়ার গড়ে তুলতে পারেন। চাকরি পেতে যোগব্যায়ামের কী কোর্স করা যেতে পারে এবং কোথায় চাকরি পাওয়া যেতে পারে, তা এখানে দেখে নিন।

দ্বাদশ পাশের পর যোগব্যায়াম কোর্স

যোগব্যায়ামের ক্ষেত্রে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি এবং ডিপ্লোমা প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। এছাড়া অনেক সার্টিফিকেট কোর্সও রয়েছে। দ্বাদশ পাশ করলেই UG কোর্সের জন্য আবেদন করা যাবে। যোগাতেও B.SC এবং B.A ইন যোগা কোর্স করা যায়। এছাড়া যোগব্যায়ামে M.A, M.Sc, আবার ইউজি ডিপ্লোমা, পিজি ডিপ্লোমাও করা যায়।

যোগা কোর্সগুলি নিম্নলিখিত বিখ্যাত প্রতিষ্ঠানগুলিতে করা যায়

১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, নয়াদিল্লি
২) রাজর্ষি ট্যান্ডন ওপেন ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ
৩) দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, হরিদ্বার, উত্তরাখণ্ড
৪) রাজস্থান বিশ্ববিদ্যালয়
৫) বর্ধমান মহাবীর মুক্ত বিশ্ববিদ্যালয়, রাজস্থান
৬) শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি
৭) বিহার যোগ স্কুল

যোগব্যায়াম কোর্সে কোথায় চাকরি পাবেন?

যোগায় ইউজি, পিজি বা ডিপ্লোমা কোর্স করার পরেই চাকরি পাওয়া যেতে পারে। বর্তমানে স্কুলগুলিতে যোগা শিক্ষক, জিমে যোগা প্রশিক্ষক, স্বাস্থ্য রিসর্টগুলিতে প্রশিক্ষক এবং গবেষক হিসাবে নিয়োগ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন হাসপাতালেও রোগীদের চিকিৎসার জন্য যোগা শিক্ষকের চাহিদা বাড়তে শুরু করেছে।

আবার অনেক স্বাস্থ্যকেন্দ্র, হাউজিং সোসাইটি এবং কর্পোরেট ওয়ার্ল্ডেও যোগ প্রশিক্ষক নিয়োগ করা হচ্ছে। এ ছাড়া অ্যারোবিক্স ইন্সট্রাক্টর, যোগ থেরাপিস্ট এবং ন্যাচারোপ্যাথ হিসেবে কাজ করা যায়। যোগব্যায়ামকেও অনেক বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যোগায় চাকরির বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে।

Next Article