Jobs In WBUAFS : মাসিক ৩৫ হাজার টাকার বেতনে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি

Jobs In WBUAFS : রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হচ্ছে। মাস গেলে বেতন মিলবে ৩৫ হাজার টাকা।

Jobs In WBUAFS : মাসিক ৩৫ হাজার টাকার বেতনে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি
ফাইল ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Jul 13, 2022 | 2:00 PM

করোনা পরবর্তীকালে চাকরির বাজারে মন্দা দেখা দিয়েছে। তার উপর মূল্যস্ফীতি। সব মিলিয়ে নাজেহাল নাগরিক। এই বাজারে হাতে কোনও কাজ না থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে রাজ্যে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। এর মধ্যে অন্যতম হল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স (WBUAFS) এ চাকরির সুযোগ। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

শূন্যপদ :

১ টি  পদে নিয়োগ করা হবে।

পদের নাম :

ইয়ং প্রফেশনাল-II

নিয়োগস্থল :

কলকাতা

শিক্ষাগত যোগ্যতা :

WBUAFS-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে M.F.Sc সম্পন্ন করতে হবে। কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান / ফিশারি/ মাইক্রোবায়োলজি / বায়োকেমিস্ট্রি/ ম্যারিন বায়োলজিতে মাস্টার ডিগ্রি করতে হবে।

বয়সসীমা :

এই পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বাধিক বয়স হতে হবে ৩৫ বছর।

আবেদন মূল্য :

এই পদে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।

নির্বাচন পদ্ধতি :

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

ই-মেলের মাধ্যমে করা যাবে আবেদন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিম্নোক্ত মেল আইডিতে নিজেদের আবেদনপত্র পাঠাতে পারেন। আবেদনপত্র পাঠানোর মেল-আইডি- dref.wbuafs@gmail.com and abrahamtj1@gmail.com

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ :

২৩ জুলাইয়ের মধ্যে সব আবেদনপত্র পাঠাতে হবে।

ইন্টারভিউয়ের স্থান :

Farmers Hostel, Directorate of Research, Extension and Farms, WBUAFS, Belgachia, Kolkata – 700037

ইন্টারভিউয়ের দিন :

২৯ জুলাই ইন্টারভিউয়ের দিন ঠিক করা হয়েছে।

এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন