গান্ধীনগর: ভারতীয় প্রতিষ্ঠানে পাওয়া ডিগ্রিকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। ভারতীয় ডিগ্রি দেখিয়েই ভর্তি হওয়া যাবে অস্ট্রেলিয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে, পাওয়া যাবে চাকরিও। একইভাবে অস্ট্রেলিয়ায় পাোয়া ডিগ্রিকে কাজে লাগানো যাবে ভারতের মাটিতে। ভারত সফরে এসে বড় ঘোষণা করলেন অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী অ্যান্টবনি অ্যালবানিজ। তিনি জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া-ভারত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি পদ্ধতি’ নিয়ে সম্মতি চুক্তি স্বাক্ষরের কাজ চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া এবং ভারত সরকার। গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি তাদের একটি আন্তর্জাতিক শাখা ক্যাম্পাস স্থাপন করবে। সেই সম্পর্কিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যালবানিজ ভারত-অস্ট্রেলিয়া পারস্পরিক শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি পদ্ধতি চালুর কথা ঘোষণা করেন অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত।
অ্যালবানিজ বলেন, “আমাদের দ্বিপাক্ষিক শিক্ষা সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। আমরা অস্ট্রেলিয়া-ভারত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি পদ্ধতি চূড়ান্ত করেছি। এই নতুন পদ্ধতির অর্থ, আপনি যদি ভারতীয় শিক্ষার্থী হন এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন, তাহলে দেশে ফিরে আসার পরে আপনার কষ্টার্জিত ডিগ্রি স্বীকৃতি পাবে। অস্ট্রেলিয়ায় ভারতীয় প্রবাসীদের সংখ্যাও নেহাত কম নয়, ৫,০০,০০০। ক্রমে এই সংখ্যা আরও বাড়ছে। আপনি যদি এই প্রবাসী ভারতীয়দের একজন হয়ে থাকেন, আপনার ভারতীয় যোগ্যতাও অস্ট্রেলিয়ায় স্বীকৃতি পাবে।”
অ্যালবানিজের মতে, এর আগে এত বড় এবং উচ্চাভিলাষী ব্যবস্থার বিষয়ে আর কোনও দেশের সঙ্গে চুক্তি সাক্ষর করতে সম্মত হয়নি ভারত। এই চুক্তির ফলে অস্ট্রেলিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামনে বাণিজ্যিক সুযোগের পথ খুলে গিয়েছে। ভারতীয় শিক্ষার্থীরা এই সকল অস্ট্রেলিয় প্রতিষ্ঠানে আরও উদ্ভাবনী শিক্ষা গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের ফলে ভারতীয় এবং অস্ট্রেলিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির একে অপরের সঙ্গে অংশীদারিত্ব তৈরির শক্তিশালী ভিত্তিও তৈরি হবে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের ছাত্রছাত্রীরাই উপকৃত হবেন।
অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের জন্য এক নতুন স্কলারশিপ প্রদানের কথাও ঘোষণা করেছেন অ্যান্টনি অ্যালবানিজ। তিনি বলেন, “আমি একটি নতুন বৃত্তির কথা ঘোষণা করছি – মৈত্রী বৃত্তি। ভারতীয় শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় চার বছর পর্যন্ত পড়াশোনা করার জন্য এই বৃত্তি পাবেন। এই বৃত্তিটি বৃহত্তর মৈত্রী প্রকল্পের অংশ। অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষাগত এবং সম্প্রদায়গত সম্পর্ককে জোরদার করার লক্ষ্য়ে মৈত্রী প্রকল্প গ্রহণ করা হয়েছে।”