Asansol Municipal Election: বিজেপির প্রচারে সারাদিন অগ্নিমিত্রাকে পাহারা দিল ‘তৃণমূলের’ টাইগার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 29, 2022 | 12:17 AM

Asansol Municipal Election: সারা দিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার পায়ে পায়ে ঘুরতে দেখা গিয়েছে সেই সারমেয়কে।

Asansol Municipal Election: বিজেপির প্রচারে সারাদিন অগ্নিমিত্রাকে পাহারা দিল তৃণমূলের টাইগার
টাইগারকে আদর বিধায়কের

Follow Us

আসানসোল : কুকুরের গায়ে জড়ানো হয়েছে তৃণমূলের পতাকা। সৌজন্য দেখিয়ে সেই পতাকা খুলে উঁচু জায়গায় তুলে রাখলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাড়ার সেই পোষ্যের নাম ‘টাইগার’। তার গায়ে জড়ানো ছিল জোড়াফুলের পতাকা। শুক্রবার আসানসোলে গিয়ে সেই টাইগারের সঙ্গে দেখা হয়ে যায় বিধায়কের সঙ্গে। কুকুরটিকে আদর করে কুকুরের গায়ের পতাকা খুলে দিলেন বিজেপি বিধায়ক। যদিও এই ঘটনায় বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

শুক্রবার ছিল অগ্নিমিত্রার পুরপ্রচার। পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি লাইনপার গোয়ালা পাড়ায় ঘুরছিলেন। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তখনই। পাড়ারই এক কুকুর চলে আসে তাঁর পায়ের একেবারে সামনে। কুকুরটি ছিল তৃণমূলের পতাকায় মোড়া। কেউ বা কারা ওই কুকুরটির গায়ে তৃণমূলের দলীয় পতাকা বেঁধে দিয়েছিলেন।

অগ্নিমিত্রা আদর করে কুকুরটিকে সরিয়ে দিলেও পিছু ছাড়েনি পাড়ার পোষ্য টাইগার নামে সেই কুকুরটি। যেখানে অগ্নিমিত্রা যাচ্ছেন, সেখানেই হাজির হচ্ছেন তৃণমূলের পতাকা জড়ানো কুকুরটি। হাসির ছলে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, ‘ও বিজেপিতে যোগদান করবে বলে বারবার আমার কাছে আসছে।’ এরপর প্রচার সেরে তিনি যখন ফিরছিলেন, তখনও দেখা যায় কুকুরটি কিন্তু সঙ্গ ছাড়েননি অগ্নিমিত্রার।

শেষ পর্যন্ত কুকুরটির শরীর থেকে তৃণমূলের দলীয় ঝাণ্ডাটি খুলে উঁচু স্থানে তুলে রেখে দেন বিধায়ক। অগ্নিমিত্রার দাবি, যে কোনও দলের ঝাণ্ডা সম্মানের। তিনি বলেন, চোখের সামনে দেখলাম দলীয় পতাকার অসম্মান হচ্ছে তাই খুলে দিলাম। তাঁর কটাক্ষ, তৃণমূলের নীতি আদর্শ বলে কিছু নেই। যদি কেউ ওই ঝাণ্ডা বেঁধেও থাকেন, তাঁদের শাসন করে খুলে দেওয়া উচিৎ ছিল। কিন্তু তা করেনি কেউ। অন্যদিকে তৃণমূলের কোর কমিটির সদস্য অশোক রুদ্রের দাবি, তৃণমূলের কেউ পতাকা বাঁধেনি। হতে পারে বিজেপির কেউ বেঁধে দিয়েছে। নইলে অগ্নিমিত্রা পাল প্রচারে বেরোলেন, তাঁর সামনেই ওই কুকুর হাজির হল কেন! এই ঘটনার পিছনেও বিজেপি রয়েছে বলে অভিযোগ। তবে এই ঘটনা কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে আসানসোলে।

আরও পড়ুন : মদনের ‘শুভবুদ্ধি’ হোক! পদ্ম-ছেঁড়ায় বেজায় চটেছে ‘কমল’ শিবির

Next Article