নির্বাচনের দামামা বেজেছে চারদিন আগেই। তবে আজ, ১৪ ফেব্রুয়ারি দিন আরও গুরুত্বপূর্ণ। কারণ একইদিনে তিন রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন উত্তর প্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, তেমনই গোয়া ও উত্তরাখণ্ডেও এক দফাতেই ভোটপর্ব মিটিয়ে ফেলা হবে। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে। উল্লেখযোগ্যভাবে যে তিনটি রাজ্যে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটিতেই শাসক দলের ভূমিকায় রয়েছে বিজেপি। প্রধান বিরোধী দলের ভূমিকায় কংগ্রেস। এছাড়াও আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দলগুলিও রাজ্যের গণ্ডি পার করে ভিনরাজ্যে নিজেদের বিস্তার ছড়ানোর লড়াইয়ে নেমেছে।
গোয়া ও উত্তরাখণ্ডে এক দফাতেই যথাক্রমে ৪০ ও ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। অন্যদিকে, উত্তর প্রদেশে দ্বিতীয় দফায় মোট ৯টি জেলায় ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। উত্তর প্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজরে থাকবে সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বদায়ুন, বরৈলি ও শাহজাহানপুর। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা অবধি।
গোয়ায় ৪০টি আসনে মোট ৩০১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। গোয়াতে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস হলেও, এবারের নির্বাচনে নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। দুই দলই নিজের রাজ্য়ের সীমানা পার করে সৈকত শহরের জমি দখলে মরিয়া। গোয়ার উল্লেখ্যযোগ্য় প্রার্থীরা হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কংগ্রেসের দিগম্বর কামাত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী চার্চিল আলেমাও, গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সরদেশাই, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর, যিনি বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। ১১ লক্ষেরও বেশি গোয়াবাসী রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণ করবেন।
উত্তরাখণ্ডে ১৩টি জেলা মিলিয়ে মোট ৭০ টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে। প্রায় ৮১ লক্ষেরও বেশি ভোটার মোট ৬৩২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সকাল ৮টা থেকে এই রাজ্যে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা অবধি। ২০০০ সালে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এই নিয়ে পঞ্চম দফা বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরাখণ্ডে। এই নির্বাচনে যে প্রার্থীদের উপর বিশেষ নজর থাকবে, তারা হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, সতপাল মহারাজ, ধ্যান সিং রাওয়াত, মদন কৌশিক, হরিশ রাওয়াত প্রমুখ। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
উত্তরপ্রদেশে আজ দ্বিতীয় দফায় মোট ৯টি জেলার ৫৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শেষ তথ্য অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত ৫৫টি কেন্দ্রে মোট ৫১.৯৩ শতাংশ ভোট পড়েছে।
সকাল ৭টা থেকেই গোয়ায় শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। দুপুর ৩টে অবধি সেখানে ভোট পড়েছে ৬০.১৮ শতাংশ। এরমধ্যে উত্তর গোয়ায় ৬০.০২ শতাংশ এবং দক্ষিণ গোয়ায় ৬০.৩২ শতাংশ ভোট পড়েছে।
সমাজবাদী পার্টির তরফে অভিযোগ করা হল যে মোরাদাবাদে ২৮ নম্বর বিধানসভা কেন্দ্রের ৩৩ ও ৩৬ নম্বর বুথে ইভিএম খারাপ এবং সেখানে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে।
मुरादाबाद नगर विधानसभा-28, बूथ-33, 36 पर फर्जी वोटिंग की हो रही है। जिला प्रशासन और चुनाव आयोग कृपया संज्ञान लेते हुए निष्पक्ष मतदान कराना सुनिश्चित करे। @ECISVEEP @ceoup @DMMoradabad
— Samajwadi Party (@samajwadiparty) February 14, 2022
উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব চলাকালীনই সাহারানপুরে প্রিজাইডিং অফিসার রশিদ আলি খান হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে, কৈলাশপুরের বাসিন্দা রশিদ আলি দুধলির একটি স্কুলের শিক্ষক ছিলেন এবং নাকুড় বিধানসভা কেন্দ্রের ২২৭ নম্বর বুথে ডিউটিতে ছিলেন।
একদিকে যেমন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে, অন্যদিকে গোয়া ও উত্তরাখণ্ডে এক দফাতেই বিধানসভা নির্বাচন হচ্ছে। দুপুর একটা অবধি গোয়াতে ভোট পড়েছে ৪৪.৬৩ শতাংশ, উত্তরাখণ্ডে পড়েছে ৩৫.২১ শতাংশ। উত্তর প্রদেশে দ্বিতীয় দফায় দুপুর একটা অবধি ভোটের হার ৩৯.০৭ শতাংশ।
Voter turnout till 1 pm |#GoaElections2022 – 44.63%
Phase 2 of #UttarPradeshElections – 39.07%#UttarakhandElections2022 – 35.21% pic.twitter.com/x3ETCPMnuH— ANI (@ANI) February 14, 2022
উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার নির্বাচনে অশান্তির খবর মিলল। জানা গিয়েছে, সম্বল জেলাযর আসমোলি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরেন্দ্র ওরফে রিঙ্কুর গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তাঁর গাড়িকে ওভারটেক করে দাঁড় করানো এবং তারপর হামলা চালানো হয় বলে অভিযোগ।ইতিমধ্যেই পুলিশ দু’জনকে আটক করেছে।
শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন করতে পুলিশের তরফে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এদিন মোরাদাবাদে এই দৃশ্য দেখা যায়।
उत्तर प्रदेश: विधानसभा चुनाव के दूसरे चरण में मुरादाबाद में ड्रोन की मदद से निगरानी की जा रही है।
एसपी सिटी अखिलेश भदौरिया ने बताया, "हमने सुरक्षा की व्यवस्था की है। हम ड्रोन कैमरे की मदद से भी क्षेत्र में निगरानी कर रहे हैं।" #UttarPradeshElections2022 pic.twitter.com/VBxvhoXzBL
— ANI_HindiNews (@AHindinews) February 14, 2022
ধরা পড়ল ইন্দো-টিবেটিয়ান সীমান্ত পুলিশ বাহিনীর মানবিক রূপ। যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা ভোট দিতে আসছেন, তাদের কেন্দ্রে পৌঁছতে সাহায্য করছেন আইটিবিপির জওয়ানরা। এমনই দৃশ্য ধরা পড়েছে বিজনৌর ও নাজিবাবাদে।
Indo-Tibetan Border Police (ITBP) personnel help senior citizens to reach polling booths in Bijnor and Najibabad as second phase polling in Uttar Pradesh Assembly elections is underway pic.twitter.com/gmZhroHZzS
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
সকাল ১১টা অবধি গোয়ায় ভোট পড়েছে ২৬.৬৩ শতাংশ। অন্যদিকে, উত্তর প্রদেশে সকাল ১১টা অবধি ২৩.০৩ শতাংশ ভোট পড়েছে। উত্তরাখণ্ডে এক ঘণ্টা দেরীতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে সকাল ১১টা অবধি ভোট পড়েছে ১৮.৯৭ শতাংশ।
Voter turnout till 11 am |#GoaElections2022 – 26.63%#UttarPradeshElections – 23.03%#UttarakhandElections2022 – 18.97% pic.twitter.com/KhOwqYofO5
— ANI (@ANI) February 14, 2022
গোয়ার নির্বাচনী ময়দানে এবার নতুন প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টি। এদিন সকালে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমিত পালেকর তাঁর মাকে নিয়ে ভোট দেন। তিনি বলেন, এটাই সুযোগ পরিবর্তন আনার।
Goa | Aam Aadmi Party CM candidate Amit Palekar along with his mother casts his vote in Assembly elections, says, "This is our moment to bring a change". pic.twitter.com/a6xKeXaDSt
— ANI (@ANI) February 14, 2022
উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের অন্যতম তারকা প্রার্থী তথা ক্য়াবিনেট মন্ত্রী সতপাল মহারাজও ভোট দিলেন।
Uttarakhand Cabinet Minister Satpal Maharaj casts his vote for #UttarakhandElections2022 in Chaubattakhal assembly constituency, Pauri Garhwal pic.twitter.com/J0WnUyNbzc
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল নিশাঙ্কও ভোট দিলেন দেহরাদুনে।
Former Union Education Minister & Former Uttarakhand Chief Minister, Dr. Ramesh Pokhriyal Nishank, casts his vote for #UttarakhandElections2022 in Dehradun pic.twitter.com/XAnXepqXE4
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
সূত্রের খবর, সকাল ৯টা অবধি গোয়ায় ১১.০৪ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে উত্তর প্রদেশে মাত্র ৯.৪৫ শতাংশ ভোট পড়েছে। তবে সবথেকে ভোটের হার কম উত্তরাখণ্ডে, সকাল ৯টা অবধি সেখানে ভোট পড়েছে ৫.১৫ শতাংশ।
Voter turnout till 9 am |#GoaElections2022 – 11.04%#UttarPradeshElections – 9.45%#UttarakhandElections2022 – 5.15% pic.twitter.com/1SQldgxc1I
— ANI (@ANI) February 14, 2022
গোয়ার কোটোম্বি গ্রামে ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন, “আমি সকলকে অনুরোধ করছি আপনারা এসে ভোট দিন। বিজেপি সরকার কী কী কাজ করেছে, তা সকলের চোখের সামনেই রয়েছে। উৎপল পারিকর বা মাইকেল লোবো জিতবে না, বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।”
I'm in Cotombi Village &have cast my vote. I appeal to public to come out in huge numbers to vote. BJP govt's work is in front of everyone. Utpal Parrikar (independent) & Michael Lobo (Congress) won't win, as BJP is coming with a majority: Goa CM Pramod Sawant#GoaElections2022 pic.twitter.com/XguhYFQLja
— ANI (@ANI) February 14, 2022
দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বে শাহজাহানপুরের একটি বুথে ভোট দিলেন উত্তর প্রদেশের মন্ত্রী জিতিন প্রসাদ। তিনি বলেন, ৩০০-রও বেশি আসনে জয়ী হবে বিজেপি।
Uttar Pradesh Minister Jitin Prasada casts his vote at a polling booth in Shahjahanpur. Voting for the second phase of #UttarPradeshElections is underway across 55 assembly constituencies today. pic.twitter.com/NX08Ki0UGq
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।
Dehradun | Law & order is very peaceful. Forces are deployed everywhere as per plan. All polling parties had reached safely last night itself. Weather forecast for today is fine, so I hope it'll be peaceful: Uttarakhand Chief Electoral Officer Soujanya#UttarakhandElections2022 pic.twitter.com/aEucqrkKri
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
সমাজবাদী পার্টির তরফে উত্তর প্রদেশের বদায়ুতে ইভিএম মেশিন খারাপ হওয়ার অভিযোগ করা হল। জেলা প্রশাসন ও নির্বাচনী আধিকারিকদের দ্রুত মেশিন বদলানোর আবেদন জানানো হয়েছে।
এদিন সকালেই খাতিমা কেন্দ্রে ভোট দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “আমাদের সমস্ত প্রকল্প উত্তরাখণ্ডের মানুষের জন্য় সুরক্ষা কবচ তৈরি করেছে। আমি নিশ্চিত যে উত্তরাখণ্ডের মানুষেরা বিজেপিকে ৬০টিরও বেশি আসন এনে দেবে।”
#UttarakhandElection2022 | All our schemes have provided a shield for the people of Uttarakhand; the public knows very well who can work for the development of the state. I'm sure that the Uttarakhand public will bring BJP on 60+ seats: CM Pushkar Singh Dhami, in Khatima pic.twitter.com/n0sUXwmF7O
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
ভালবাসার দিবসেই চলছে নির্বাচন। উত্তর প্রদেশে দ্বিতীয় দফার নির্বাচনে তাই ভালবাসা, সৌহার্দ্য় ও সৌভাত্রৃত্বের জন্য ভোটদানের আর্জি জানালেন রাষ্ট্রীয় লোক দলের নেতা জয়ন্ত সিং।
आज प्यार, सौहार्द, भाईचारा और विकास के लिए वोट करें!#UPElections2022 #ValentinesDay2022
— Jayant Singh (@jayantrld) February 14, 2022
প্রথম দফার নির্বাচনে একাধিক জায়গায় সমাজবাদী পার্টির কর্মী ও সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশনেও দলের তরফে অভিযোগ জানিয়েছিলেন তারা। দ্বিতীয় দফাতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে সপার হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানোর কথা বলা হল।
द्वितीय चरण के मतदान के दौरान किसी भी तरह की समस्या/अनियमितता आने पर समाजवादी कार्यकर्ता/नेता इन नंबरों पर सम्पर्क कर सूचित करें । pic.twitter.com/LfwfuDomXQ
— Samajwadi Party (@samajwadiparty) February 14, 2022
উত্তর প্রদেশ ও গোয়ার পাশাপাশি উত্তরাখণ্ডেও শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। এদিন সকালেই স্ত্রী ও মাকে নিয়ে ভোট দিতে আসেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
Uttarakhand CM and BJP candidate from Khatima, Pushkar Singh Dhami casts his vote at a polling booth in the constituency, for #UttarakhandElections2022
His mother and wife also cast their votes. pic.twitter.com/aR2aRU8VsV
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
Union Minister Mukhtar Abbas Naqvi casts his vote at a polling booth in Rampur for the second phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/52QMHODp8x
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। এ দিন সকালে ভোট দিতে যাওয়ার আগেই সস্ত্রীক শ্রী রুদ্রেশ্বর দেবস্থান মন্দিরে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
Goa CM Pramod Sawant and his wife Sulakshana Sawant offer prayers at Shree Rudreshwar Devasthan, Harvalem. Voting for #GoaElections2022 is underway. pic.twitter.com/BTgqnCGIyh
— ANI (@ANI) February 14, 2022
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকরের পুত্র তথা নির্দল প্রার্থী উৎপল পারিকরও ভোট দিতে এলেন। বিজেপির টিকিট না পাওয়ায় তিনি পানাজি থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন।
Utpal Parrikar, son of former Goa CM late Manohar Parrikar visits polling booths in Panaji. He is contesting as an independent candidate in the constituency.#GoaElections2022 pic.twitter.com/7sxzdtLHmN
— ANI (@ANI) February 14, 2022
উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই, আর বাকি পাঁচজন সাধারণ মানুষের মতোই ভোট দিতে লাইনে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। এদিন তিনি উত্তর প্রদেশের রামপুর কেন্দ্রে ভোট দেন।
Union Minister Mukhtar Abbas Naqvi stands in a queue at a polling booth in Rampur to cast his vote for the second phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/BK2ncTY1Pm
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
আজ গোয়া বিধানসভা নির্বাচন। শাসকদল হিসাবে বিজেপির পাশাপাশি বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তেরও ভাগ্য পরীক্ষা হবে আজ। তাই এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে নির্বাচনের জন্য শুভকামনা জানান। গোয়ার মুখ্যমন্ত্রী নিজেই এই কথা জানান।
PM Modi called me in the morning today to give his best wishes. I'm fully confident that BJP will win 22+ seats. The infrastructure development by BJP in 10yrs & PM Modi's self-reliant vision will definitely benefit us with a 100% majority: Goa CM Pramod Sawant#GoaElections2022 pic.twitter.com/ag6xjctVZc
— ANI (@ANI) February 14, 2022
বর্তমানে হিমাচল প্রদেশের রাজ্যপাল হলেও, তিনি আদতে গোয়ার ভোটার। তাই বিধানসভা নির্বাচন শুরু হতেই সকালে সস্ত্রীক ভোট দিতে এলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ। তিনি এদিন ভাস্কো দা গামা কেন্দ্রে ভোট দেন।
Himachal Pradesh Governor Rajendra Vishwanath Arlekar casts his votes at polling booth number 7 of Vasco da Gama Assembly Constituency#GoaElections2022 pic.twitter.com/VOkaATQMns
— ANI (@ANI) February 14, 2022
দেবভূমি উত্তরাখণ্ডেও শুরু হল ভোটগ্রহণ পর্ব।
Voting for #UttarakhandElections2022 begins. pic.twitter.com/SfcC8QamVS
— ANI (@ANI) February 14, 2022
ভোট গ্রহণ পর্ব শুরু হতেই ভোট দিতে এলেন গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই ও তাঁর স্ত্রী রীতা শ্রীধরন। তাঁরা তালিইগাঁও কেন্দ্রের ১৫ নম্বর বুথে ভোট দেন।
Goa Governor PS Sreedharan Pillai and his wife Reetha Sreedharan cast their votes at polling booth number 15 of Taleigao Assembly Constituency#GoaElections2022 pic.twitter.com/IGhPWBS04O
— ANI (@ANI) February 14, 2022
বাকি রাজ্যে সকাল ৭টা থেকেই ভোট গ্রহণ শুরু হলেও, উত্তরাখণ্ডে ভোটগেরহণ শুরু হবে সকাল ৮টা থেকে। বর্তমানে বিভিন্ন বুথে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
Preparations underway ahead of voting for the #UttarakhandElections2022; Visuals from Khalsa National Balika Inter College, Haldwani
Voting for the Uttarakhand Assembly elections will start at 8 am. pic.twitter.com/qkCMqgwNX0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
আজ উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হচ্ছে। তার আগেই বিভিন্ন বুথে নির্বাচনী আধিকারিকরা মক পোল সারলেন।
#UttarPradeshElections2022: Election officials conduct mock poll at polling booth number 374 in Daniyapur of Rampur Assembly constituency
Voting for the second phase of UP Assembly elections will start at 7 am. pic.twitter.com/7oRO8gEprG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 14, 2022
আর কিছুক্ষণের মধ্যেই ভোটগ্রহণ শুরু হবে গোয়ায়। তার আগেই বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিন পরীক্ষা চলছে।
Preparations underway ahead of voting for the #GoaElections2022 which will begin shortly
Visuals from polling booth number 15 of Taleigao Assembly Constituency pic.twitter.com/VwrFYYenqe
— ANI (@ANI) February 14, 2022
এই নির্বাচনে যে প্রার্থীদের উপর বিশেষ নজর থাকবে, তারা হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, সতপাল মহারাজ, ধ্যান সিং রাওয়াত, মদন কৌশিক, হরিশ রাওয়াত প্রমুখ।
গোয়ার উল্লেখ্যযোগ্য প্রার্থীরা হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কংগ্রেসের দিগম্বর কামাত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী চার্চিল আলেমাও, গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সরদেশাই, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর, যিনি বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন।
উত্তর প্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজরে থাকবে সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বদায়ুন, বরৈলি ও শাহজাহানপুরের মতো কেন্দ্রগুলি।
উত্তরাখণ্ডে ১৩টি জেলা মিলিয়ে মোট ৭০ টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে। প্রায় ৮১ লক্ষেরও বেশি ভোটার মোট ৬৩২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সকাল ৮টা থেকে এই রাজ্যে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা অবধি। ২০০০ সালে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এই নিয়ে পঞ্চম দফা বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরাখণ্ডে।
উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের পাশাপাশি আজ গোয়াতেও বিধানসভা নির্বাচন হতে চলেছে। গোয়ায় ৪০টি আসনে মোট ৩০১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। গোয়াতে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেস হলেও, এবারের নির্বাচনে নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। দুই দলই নিজের রাজ্যের সীমানা পার করে সৈকত শহরের জমি দখলে মরিয়া।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ পর্ব। উত্তর প্রদেশে দ্বিতীয় দফায় মোট ৯টি জেলায় ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা অবধি।