নয়া দিল্লি : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election Results 2022) ফলাফলে একের পর এক হেভিওয়েট ধরাশায়ী হচ্ছেন। বিদায়ী মুখ্যমন্ত্রীরাও মুখ থুবড়ে পড়ছেন। হোঁচট খেয়ে পড়েছেন পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন চরণজিৎ সিং চন্নি। চমকৌর সাহিব এবং ভাদৌর। উভয় কেন্দ্র থেকেই ধরাশায়ী হয়েছেন চরণজিৎ সিং চন্নি। ভাদৌরে, আম আদমি পার্টির লভ সিং উগোকে ৫৭ হাজারেরও বেশি ভোট পেয়েছেন, আর সেখানে বিদায়ী মুখ্যমন্ত্রী পেয়েছেন ২৩ হাজারের কিছু বেশি ভোট। বিশাল ব্যবধানে ধরাশায়ী হয়েছেন চন্নি। আর চমকৌর সাহিবে কিছুটা লড়াই করলেও শেষ হাসি হাসতে পারেননি চন্নি। প্রায় ৫০ হাজার ভোট পেয়েছেন বটে, তবে তাঁকে ছাপিয়ে গিয়েছেন কেজরীবালের প্রার্থী। এখানে আবার আম আদমি পার্টির টিকিটে যিনি প্রার্থী হয়েছেন, তিনিও চরণজিৎ সিং। তিনি পেয়েছেন ৫৪ হাজারের কিছু বেশি ভোট।
কে পাশ, কে ফেল? দেখে নিন এক নজরে…
উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে চওড়া হাসি। ফের একবার উত্তর প্রদেশের তখতে বসার পথে তিনি। কার্যত একতরফা জয়। ১ লাখ ২ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। উত্তর প্রদেশের ইতিহাসে যোগী আদিত্যনাথ হতে চলেছেন পঞ্চম মুখ্যমন্ত্রী, যিনি পর পর দুই বার নির্বাচনে জিতলেন। শুধু এই নয়, একের পর এক রেকর্ড গড়েছেন যোগী আদিত্যনাথ। ১৯৮৫ সালের পর থেকে উত্তর প্রদেশের কোনও মুখ্যমন্ত্রীই পর পর দুই বার নিজের পদ ধরে রাখতে পারেননি। দীর্ঘ ৩৭ বছর পর সেই ফাঁড়া কাটালেন যোগী আদিত্যনাথ।
কে পাশ, কে ফেল? দেখে নিন এক নজরে…
উল্লেখ্য, উত্তর প্রদেশে এখনও পর্যন্ত মোট চার জন মুখ্যমন্ত্রী পেয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথের আগে কল্যাণ সিং, রাম প্রকাশ গুপ্ত এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে তাঁদের কেউই এখনও পর্যন্ত পর পর দুইবার মুখ্যমন্ত্রীর আসনে থাকেননি। যোগী আদিত্যনাথই এখনও পর্যন্ত একমাত্র বিজেপির থেকে মুখ্যমন্ত্রী, যিনি পরপর দুইবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে। যোগীর ঝুলিতে এবারের নির্বাচনে আরও রেকর্ড রয়েছে। বিগত দেড় দশকে কোনও বিধায়ক মুখ্যমন্ত্রী পায়নি উত্তর প্রদেশ। এবার যোগী আদিত্যনাথ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় সেই রেকর্ডও ভাঙার পথে উত্তর প্রদেশ।
উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অবশ্য ধরাশায়ী হয়েছেন। কংগ্রেসের ভুবন কাপরির কাছে ৬ হাজার ৯৩২ ভোটে হেরে পরাজিত হয়েছেন পুষ্কর সিং ধামি। উত্তর প্রদেশের ভোটে গোরক্ষপুরে যে চওড়া হাসি হেসেছেন যোগী, পাশের রাজ্য উত্তরাখণ্ডে শেষ হাসি হাসতে পারেননি বিজেপির পুষ্কর সিং ধামী।
কে পাশ, কে ফেল? দেখে নিন এক নজরে…
গোয়ায় সানকুইলিম বিধানসভা কেন্দ্র থেকে ৬৫০ ভোটে জয়ী হয়েছে তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী ধর্মেশ সাংলানি। গোয়ার ১৩ তম মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মনোহর পারিক্কর যখন গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় গোয়া বিধানসভার অধ্যক্ষ ছিলেন সাওয়ান্ত। মনোহর পারিক্করের প্রয়াণের পর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৯ সালের ১৯ মার্চ। এবার বিধানসভা নির্বাচনে ফের একবার নিজের কেন্দ্র সানকুইলিম থেকে জয়ী বিদায়ী মুখ্যমন্ত্রী।
কে পাশ, কে ফেল? দেখে নিন এক নজরে…
মণিপুরের বিদায়ী মুখ্যমন্ত্রী এন বিরেন সিংও জয়ী হয়েছেন নিজের ঘর থেকে। পূর্ব ইম্ফলের হেইনগ্যাং বিধানসভা কেন্দ্র থেকে ১৮ হাজার ২৭১ ভোটে জয়ী হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ২৪ হাজার ৮১৪ ভোট। ধারে কাছে ঘেঁষতে পারেননি অন্যান্য প্রার্থীরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্যানগেইজাম শরৎচন্দ্র সিং পেয়েছেন ৬ হাজার ৫৪৩ ভোট।