নয়া দিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটপর্ব শেষ। এবার অপেক্ষা নির্বাচনের ফলাফলের। আজ, ৩ ডিসেম্বর প্রকাশ হতে চলেছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল (4 State Assembly Election Results)। একমাত্র মিজোরামে (Mizoram) বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ ডিসেম্বর।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের মসনদে বিজেপিই থাকবে নাকি মোদী সরকারকে হটিয়ে অন্য কোনও দল ক্ষমতায় আসবে, তার দিকে নজর গোটা দেশের। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক ও বিরোধী দলগুলি। লোকসভা নির্বাচনের ঠিক আগেই, বছর শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন হল। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লোকসভায় কী ফল হতে চলেছে, তার হালকা আভাস মিলবে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেই।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এক্সিট পোল সমীক্ষা। বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে, চার রাজ্যেই পালাবদল হতে পারে। রাজস্থানে কংগ্রেসকে গদিচ্যুত করে ক্ষমতায় আসতে পারে বিজেপি। অন্য়দিকে, মধ্য প্রদেশে আবার বিজেপিকে সরিয়ে গদি দখল করতে পারে কংগ্রেস।
ছত্তীসগঢ়ে ক্ষমতা ধরে রাখবে কংগ্রেসই। তেলঙ্গানায় আবার একক সংখ্য়াগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। বেশ কিছু সমীক্ষায় বিআরএস-ই জয়ী হবে বলে উল্লেখ করলেও, অন্য় কয়েকটি সমীক্ষায় আবার এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে। অন্যদিকে, মিজোরামে কংগ্রেস-বিজেপির মতো দলের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।
বাকি রাজ্যের সঙ্গে রবিবারই মিজোরামের নির্বাচনের ফল প্রকাশের কথা থাকলেও, শুক্রবারই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ৩ ডিসেম্বরের বদলে ৪ ডিসেম্বর মিজোরামের নির্বাচনের ফল প্রকাশ হবে।