BJP Joining: ‘চেষ্টা করছি ফিরিয়ে আনার’, মুখ্যমন্ত্রীর সভার আগেই উত্তরে তৃণমূলে বড় ভাঙন

TMC-BJP: এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসেবে প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁর সঙ্গে পাপ্পু শর্মা-সহ ১৫০টিরও বেশি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

BJP Joining: চেষ্টা করছি ফিরিয়ে আনার, মুখ্যমন্ত্রীর সভার আগেই উত্তরে তৃণমূলে বড় ভাঙন
বিজেপিতে যোগদান (প্রতীকী ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 18, 2026 | 8:52 PM

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি জেলা সফরের মাঝেই তৃণমূলে বড়সড় ভাঙন, বিন্নাগুড়িতে ১৫০-র বেশি পরিবারের বিজেপিতে যোগদান।  ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১৫০-রও বেশি পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

শনিবার সন্ধ্যায় বিন্নাগুড়িতে ভারতীয় জনতা পার্টির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ব্যাপক শক্তি প্রদর্শন করে বিজেপি। আলিপুরদুয়ার জেলা সভাধিপতি মিঠু দাস ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কয়েকশো বিজেপি কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি দেখা যায়।

এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসেবে প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁর সঙ্গে পাপ্পু শর্মা-সহ ১৫০টিরও বেশি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সহ-সভাধিপতি পুনীতা ওরাঁও লাকড়া, প্রবীণ নেতা রামবিলাস গোয়েল, অরুণ কুমার সিং, মণ্ডল সম্পাদক রাহুল ওরাঁও, সন্তোষ মিশ্র, বিজেপি বুথ সভাপতি বিষ্ণু রায়, পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহার, মণ্ডল সভাপতি শান্তি মাহাতো, বুবাই নন্দী ওরফে কৌশিক নন্দী, বিনেশ লাকড়া, সুনীল মুন্ডা ও খুশবু মিশ্র প্রমুখ।

বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তন অনিবার্য।

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি রাজেশকুমার সিং বলেন, “নির্বাচনের আগে এই ধরনের খেলা হয়। যায় আসেন। উমেশ যাদব ভাল নেতা ছিলেন। নেতৃত্বের সঙ্গে কথা হবে। তৃণমূল একটা বড় পরিবার। অনেকে পদের লোভে জয়েন করেন। লাভ ক্ষতি নয়, চেষ্টা করছি ফিরিয়ে আনার।”

যদিও উমেশ যাদব বলেন, “আমার বিন্নাগুড়ি চলে যাওয়াটা ভাল ছিল না। দলের অগ্রগতির জন্যই ফেরত এসেছি। আমি চাই ছাব্বিশে আমাদেরই সরকার হোক।” উল্লেখ্য, উমেশ যাদব আগে বিজেপি করতেন, পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

যদিও এই যোগদানের ব্যাপারে আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি মিঠু দাস বলেন, “আজ পরিষ্কার তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মানুষের সরকার গঠন করতেই ওরা যোগদান করলেন।”