Abhishek Banerjee: ‘এখন যুদ্ধের সময়, রিল্যাক্স করলেই প্রতিপক্ষের আক্রমণ’, শুনানির আগেই বড় বার্তা অভিষেকের

Abhishek Banerjee: শুক্রবারের বৈঠকে 'যুদ্ধ', এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন অভিষেক। তিনি বলেছেন, কার্যত যুদ্ধ লেগে গিয়েছে। বিপক্ষ হিসাবে বিজেপিকে চিহ্নিত করেছেন অভিষেক। সূত্রের খবর, তাঁর আক্রমণের লক্ষ্য কারা, সেটাও বৈঠকে তিনি নেতাকর্মীদের সামনে স্পষ্ট করেছেন। অভিষেক বলেছেন, "আগে মানুষ ঠিক করত সরকারে কে থাকবে, আর এখন সরকার ঠিক করবে, কারা ভোট দেবেন।"

Abhishek Banerjee: এখন যুদ্ধের সময়, রিল্যাক্স করলেই প্রতিপক্ষের আক্রমণ, শুনানির আগেই বড় বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 26, 2025 | 8:55 PM

কলকাতা: এসআইআর-এর শুনানির আগেই গুরুত্বপূর্ণ বৈঠকে তৃৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারি উন্নয়নের সংলাপ কর্মসূচি শুরু করছে তৃণমূল। তার আগে নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অভিষেকের। তাঁর গুরুত্বপূর্ণ বার্তা, “এখন যুদ্ধের সময়। যুদ্ধের সময়ে যদি একটুও রিল্যাক্স দেওয়া হয়, তাহলে প্রতিপক্ষ আক্রমণ করবে।” তিনি বলেন, “ভারতের বিভিন্ন জায়গায় বিরোধীরা হারছে, বিজেপি জিতছে। এখন যুদ্ধের সময়, বিশ্রাম নিলেই বিপক্ষ আক্রমণ করবে।” ছাব্বিশের আগে তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে বার্তা অভিষেকের।

শুক্রবারের বৈঠকে ‘যুদ্ধ’, এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন অভিষেক। তিনি বলেছেন, কার্যত যুদ্ধ লেগে গিয়েছে। বিপক্ষ হিসাবে বিজেপিকে চিহ্নিত করেছেন অভিষেক। সূত্রের খবর, তাঁর আক্রমণের লক্ষ্য কারা, সেটাও বৈঠকে তিনি নেতাকর্মীদের সামনে স্পষ্ট করেছেন। অভিষেক বলেছেন, “আগে মানুষ ঠিক করত সরকারে কে থাকবে, আর এখন সরকার ঠিক করবে, কারা ভোট দেবেন।” কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি বলেন, “মাথা নত করলে, কেবল মায়ের কাছেই করব।” সামনেই ২০২৬-এর নির্বাচন। ভোটের দামামা কার্যত এই এসআইআর আবহেই বেজে গিয়েছে। তাতে ২০২১-এর মডেলকেই তুলে এনেছেন অভিষেক।

সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচি, একেবারে গ্রাউন্ড জিরোয় গিয়ে জনসংযোগ। কর্মকর্তাদের বাড়িতেই খাওয়াদাওয়া-একেবারে বুথ লেভেল স্তরে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে জোর দিচ্ছেন অভিষেক। জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই এই কর্মসূচি চলবে। উন্নয়নের গ্রাফচিত্র তুলে ধরে ৮০ হাজার বুথে ঘুরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে যখন এই কর্মসূচি চলবে, তখন সমান্তরালভাবে জেলায় জেলায় হবে মমতা-অভিষেকের সভাও।