Bitcoin Scam Allegation: টাকার পাহাড় নয়, এবার বিটকয়েনে দুর্নীতি? ভোট লগ্নে মারাত্মক অভিযোগ শরদ-কন্যার বিরুদ্ধে

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 20, 2024 | 8:03 AM

Maharashtra Assembly Election 2024: এই অভিযোগ সামনে আসতেই বিজেপি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে, যা ওই দুর্নীতির প্রমাণ বলেই দাবি করা হয়। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেন যে মহা বিকাশ আগাড়ির পর্দাফাঁস হয়ে গিয়েছে। দুর্নীতি নিয়ে সুপ্রিয়া সুলে ও কংগ্রেসের কী বক্তব্য, তাও জানতে চান। 

Bitcoin Scam Allegation: টাকার পাহাড় নয়, এবার বিটকয়েনে দুর্নীতি? ভোট লগ্নে মারাত্মক অভিযোগ শরদ-কন্যার বিরুদ্ধে
সুপ্রিয়া সুলে।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: আজ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ২৮৮ আসনে ভাগ্যপরীক্ষা হবে আজ। তার আগেই, ভোটের শেষ লগ্নে দুর্নীতির অভিযোগ। তাও আবার বিটকয়েন দুর্নীতির। অভিযোগ উঠল প্রবীণ এনসিপি নেতা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে। মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলের বিরুদ্ধেও এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সুপ্রিয়া সুলে।

রবীন্দ্রনাথ পাটিল নামক একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারই সুপ্রিয়া সুলে ও নানা পাটোলের বিরুদ্ধে বিটকয়েন প্রতারণার অভিযোগ এনেছেন। জানা গিয়েছে, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত এই দুর্নীতি ২০১৮ সালে হয়েছিল। লেনদেনে কম অঙ্ক দেখানোয় গ্রেফতার করা হয়েছিল ওই অফিসারকে। এরপরই তিনি সুপ্রিয়া সুলে ও নানা পাটোলের নাম সামনে আনেন। তাঁর দাবি, ক্রিপ্টোকারেন্সির সেই টাকা নির্বাচনী প্রচারে ব্যবহার হয়েছিল।

এই অভিযোগ সামনে আসতেই বিজেপি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে, যা ওই দুর্নীতির প্রমাণ বলেই দাবি করা হয়। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেন যে মহা বিকাশ আগাড়ির পর্দাফাঁস হয়ে গিয়েছে। দুর্নীতি নিয়ে সুপ্রিয়া সুলে ও কংগ্রেসের কী বক্তব্য, তাও জানতে চান।

অন্যদিকে, বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়ে এনসিপি নেত্রী তথা সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, “আমি অবাক হয়ে যাচ্ছি যে রাজনীতি ও নির্বাচন এই নীচে নেমে দাঁড়িয়েছে। সুধাংশু ত্রিবেদী পাঁচটি অভিযোগ করেছেন এবং আমাকে পাঁচটি প্রশ্ন করেছেন। এগুলি সবকটি মিথ্যা। আমি যে কোনও পাবলিক ফোরামে বসতে রাজি। জায়গা এবং সময় ও নির্ধারণ করুক। আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। বিটকয়েন লেনদেনে আমার কোনও যোগ নেই।”

Next Article