West Bengal News Today Live: দলের প্রতিষ্ঠা দিবসে কী বার্তা দিলেন মমতা-অভিষেক?

Breaking News in Bengali Live Updates: দীর্ঘদিন ধরে দলে সক্রিয় না থাকা দিলীপ ঘোষও শাহ দাওয়াই নড়েচড়ে বসেছেন। অপরদিকে, এসআইআর আবহে অভিষেক গিয়েছেন দিল্লিতে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে কী কী কথা হয়েছে তা জানিয়েছেন। ফলে নতুন বছর কেমন কাটে এখন সেইটাই দেখার। 

West Bengal News Today Live:  দলের প্রতিষ্ঠা দিবসে কী বার্তা দিলেন মমতা-অভিষেক?
মমতা বন্দ্যোপাধ্যায়

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2026 | 2:54 PM

LIVE NEWS & UPDATES

  • 01 Jan 2026 02:54 PM (IST)

    ‘কোনও অপশক্তির কাছে মাথানত নয়’

    ২০২৬ পরে গেল, ভোটের বছরে পা। দলের প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক নেতা কর্মীকে চূড়ান্ত প্রস্তুতির বার্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়ে তৃণমূল নেত্রীর বার্তা, “কোনও অপশক্তির কাছে মাথানত নয়। সকল রক্তচক্ষু উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে।” আর অভিষেক বার্তা দিলেন, “নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হোন।”

    বিস্তারিত পড়ুন: ‘কোনও অপশক্তির কাছে মাথানত নয়’, ভোটের বছরে পা দিতেই চূড়ান্ত বার্তা

  • 01 Jan 2026 02:42 PM (IST)

    মমতা-অভিষেকের বার্তা

    • ২০২৬ পরে গেল, ভোটের বছরে পা। দলের প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক নেতা কর্মীকে চূড়ান্ত প্রস্তুতির বার্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
    • শুভেচ্ছা জানিয়ে তৃণমূল নেত্রীর বার্তা, “কোনও অপশক্তির কাছে মাথানত নয়। সকল রক্তচক্ষু উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে।” আর অভিষেক বার্তা দিলেন, “নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হোন।”
    • শুক্রবার থেকেই ময়দানে নেমে পড়ছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। কালই বারুইপুরে সভা রয়েছে অভিষেকের। এরপর দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ জুড়ে গোটা রাজ্য চষে বেড়ানোর কথা তাঁর।
    • ৩ জানুয়ারি আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে সভা রয়েছে অভিষেকের। ৬ জানুয়ারি সভা রয়েছে বীরভূমে,  ৭ জানুয়ারি সভা রয়েছে উত্তর দিনাজপুরে, ৮ জানুয়ারি মালদহ, ৯ জানুয়ারি সভা রয়েছে রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁয়।
  • 01 Jan 2026 02:29 PM (IST)

    কেন একদিন পর বিজেপি দফতরে দিলীপ?

    • বৃহস্পতিবার সকালে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। কেন হঠাৎ সক্রিয়তা?
    • TV9 বাংলার মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন, “ভোট আসছে সবাইকে কাজে লাগাতে হবে। এতদিন কাজ ছিল না। এবার কাজে নামতে হবে। বড় নেতারা সব ঠিক করবেন।”
    • এতদিন কেন দিলীপ ঘোষকে কাজে লাগল না? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ বলেন, “আগে আমরা মাত্র কয়েকজন নেতা ছিলাম। পাঁচ বছরে অনেকে এমএলএ-এমপি হয়েছেন, অন্য দল থেকে আসা নেতারা দায়িত্ব পেয়েছেন। সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল।”
  • 01 Jan 2026 11:47 AM (IST)

    আবারও সক্রিয় দিলীপ ঘোষ?

    1. বেশ কয়েকটা মাস বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সেই নিয়ে কম কাঁটাছেড়া হয়নি।
    2. এরপর বুধবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিলীপবাবু আলাদা ভাবে কথা বললেন, তখনই প্রশ্নটা উঠছিল তবে কি ফের ভোটের আগে আবার সক্রিয় হচ্ছেন তিনি? উত্তরটা হয়ত মিলবে আজ।
    3. কারণ, আজ তিনি আসতে পারেন সল্টলেকের দলীয় পার্টি অফিসে। গতকাল অমিত শাহের বৈঠকে ডাক পাওয়ার পর আলাদা করে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় দিলীপের।
  • 01 Jan 2026 11:00 AM (IST)

    SIR আতঙ্কে বাঁকুড়ায় মৃত্যু বৃদ্ধার

    ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। কিন্তু গণনা ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিতে না পারায় এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন। ২০০২ সালের নথি বা তথ্য না থাকায় উদ্বেগে দিন কাটছিল বৃদ্ধার মবশেষে শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই বৃদ্ধার। পরিবারের দাবি এসআইআর-এর শুনানি আতঙ্কেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদার ঘাট গ্রামের। মৃতার নাম রহিমা বিবি।

নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাঙালি। চুটিয়ে হয়েছে হইহুল্লোড়। তবে এ বছরই মহারণ। বাংলা দখল করবে কে? সেই লড়াইয়ে নেমেছে রাজনৈতিক দলগুলি। গতকাল অমিত শাহ পরিষ্কার বলে গিয়েছেন একজোট হয়ে মিলেমিশে কাজ করতে হবে। সেই মতো ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতারা। দীর্ঘদিন ধরে দলে সক্রিয় না থাকা দিলীপ ঘোষও শাহ দাওয়াই নড়েচড়ে বসেছেন। অপরদিকে, এসআইআর আবহে অভিষেক গিয়েছেন দিল্লিতে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে কী কী কথা হয়েছে তা জানিয়েছেন। ফলে নতুন বছর কেমন কাটে এখন সেইটাই দেখার।