Bangla NewsElectionsAssembly elections Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 23
live now
West Bengal-India News Today Live: নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে নিশানা, ফের SIR নিয়ে সরব মমতা
Breaking News in Bengali Live Updates: শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। আবার সরস্বতী পুজো। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেতাজির জন্মজয়ন্তী পালন হবে। নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
Biman Basu: হুমায়ুনের হাত ধরবে বামফ্রন্ট? কী বললেন বিমান বসু
হুমায়ুন কবীর (বাঁদিকে), বিমান বসু (ডানদিকে)
জোটসঙ্গী খুঁজছেন হুমায়ুন কবীর। একদিকে রাজ্যের শাসকদলকে আসন্ন নির্বাচনে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন। আবার নিজের দল জনতা উন্নয়ন পার্টির শরিক খুঁজতে অন্য দলগুলিকে বার্তা পাঠাচ্ছেন। বামেদের সঙ্গেও জোটে আগ্রহী তিনি।
ছাব্বিশের নির্বাচনে কি জনতা উন্নয়ন পার্টির হাত ধরবে বামফ্রন্ট? একেবারে নাকচ করে দিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কী বললেন বর্ষীয়ান বাম নেতা?
বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, “হুমায়ুন কবীররা তো কথা বলেনি। তারা মাধ্যম দিয়ে কথা বলেছে। এখনও সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি।”
নাম না করে নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী অনুষ্ঠান থেকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা।
মমতা এদিন বলেন, “এ বার বিয়ে করবে কি না সেটাও জিজ্ঞেস করতে হবে? প্রেম করবে কি না, সেটাও ওরা বলে দেবে। বাচ্চা জন্মাবে কি না, সেটাও ওরা ঠিক করে দেবে? জন্মালেও ওদের পারমিশন নিয়ে জন্মাতে হবে।”
23 Jan 2026 02:37 PM (IST)
Manirul Islam: মনিরুলের ডেডলাইন পার
নির্বাচন কমিশনের তরফে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার। ডেডলাইনও বেঁধে দেওয়া হয়। সেই ডেডলাইন পেরিয়ে প্রায় ২৪ ঘণ্টা পার হতে চলল, এখনও কোনও এফআইআর দায়ের হয়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই ডেডলাইন পার হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে কোনও অভিযোগ যায়নি এখনও। তাই কোনও এফআইআরও দায়ের হয়নি।
প্রশ্ন উঠছে, কমিশনের নির্দেশ কেন এভাবে অমান্য করা হচ্ছে? এই নির্দেশ প্রসঙ্গে মনিরুল আগেই বলেছেন, “আইন আইনের পথে চলবে বিচার ব্যবস্থার পথ খোলা আছে।”
23 Jan 2026 01:07 PM (IST)
Maoist killed: ঝাড়খণ্ডে নিহত ১৫ মাওবাদীর তালিকায় বাঁকুড়ার সমীর
কী বলছেন মৃতের ভাই হলধর সোরেন?
২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আত্মসমর্পণ করে মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরার বার্তা দিয়েছেন। একইসঙ্গে সমাজের মূল স্রোতে না ফেরা মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে।
বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তেমনই একটি অভিযানে ১৫ জন মাওবাদী নিহত হয়েছেন। তার মধ্যে রয়েছেন বাঁকুড়ার একজন। নিহত ওই মাওবাদীর নাম সুরেন্দ্রনাথ সোরেন ওরফে সমীর।
সুরেন্দ্রনাথ সোরেনের ভাই হলধর সোরেন বলেন, “আমার দাদার নাম সুরেন্দ্রনাথ সোরেন। তিনি অনেকদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তিনি কী করেন, আমরা জানি না। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই।” মৃত মাওবাদী তাঁর দাদা কি না, তাও তিনি জানেন না বলে জানান।
নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বাংলা তথা গোটা দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাঁকে কখনও ভোলেনি, ভুলবেও না।”
এরপরই কেন্দ্রকে নিশানা করে তিনি লেখেন, “এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি। ১৯৪৫ সালের পর তাঁর কী হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা কিন্তু অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি। আমি ভারত সরকারের কাছে আবার আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য declassify করার জন্য।”
আইপ্যাক কাণ্ডের পর ‘রিভিউ মিটিংয়ে’ দু’দিনের জন্য কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। তাঁর সুরক্ষায় বাড়তি সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সূত্রের খবর, রাহুলকে দু’দিনের জন্য Z+ নিরাপত্তা অনুমোদন করেছে অমিত শাহের মন্ত্রক। কলকাতা বিমানবন্দরে নামার পর থেকে সুরক্ষায় CRPF-র ‘VIP Security Group’ থেকে ২০ জন জওয়ান মূল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যদিও নবীন বুলেটপ্রুফ গাড়িতে চড়েননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা এই পর্যায়ের নিরাপত্তা পেয়ে থাকেন, সেই নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
সাধারণত ইডি কিংবা সিবিআইয়ের ক্ষেত্রে অতীতে ডিরেক্টর পদের অফিসার কলকাতায় এলে CRPF নিরাপত্তা (১০-১৫ জন জওয়ান) পেয়ে থাকেন। সেক্ষেত্রে গাড়ির কনভয়ে CRPF নিরাপত্তা দেওয়া হয়।
23 Jan 2026 11:08 AM (IST)
Road accident in Ultadanga: তীব্র গতিতে এসে পথচারীকে পিষে দিল চার চাকা, উল্টোডাঙায় হইচই
উল্টোডাঙায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল একজনের
উল্টোডাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। গুরুতর আরও এক স্কুটি চালক। ঘটনাস্থলে পৌঁছেছে মানিকতলা থানার পুলিশ।
সাতসকালে কাঁকুরগাছির দিক থেকে একটি প্রাইভেট গাড়ি বেপরোয়া গতিতে উল্টোডাঙার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুটিতে ধাক্কা মারে। বেপরোয়া গতির কারণে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে গিয়ে ধাক্কা মেরে। তারপর অস্থায়ী দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর।
আশঙ্কাজনক অবস্থায় স্কুটি চালককে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে মানিকতলা থানার পুলিশ।
এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা বাড়ছে। ভোটমুখী বাংলায় প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। আবার সরস্বতী পুজোও। এদিন নেতাজির বাড়িতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসেছেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন। শুক্রবারই সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।