PM Narendra Modi: রেল মানচিত্রে ঐতিহাসিক পরিবর্তন! বঙ্গ সফরের আগে বার্তা দিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর

PM Narendra Modi's Bengal Visit: প্রধানমন্ত্রী মোদীর আসন্ন রাজ্য সফর সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন এবং রেখে চলেছেন। তাঁর এই সফর এই উন্নয়নের যাত্রায় আরও একটি সংযোজন। বাংলার জনগণের উপকারের জন্য তিনি ধারাবাহিক অবদান রেখে চলেছেন।"

PM Narendra Modi: রেল মানচিত্রে ঐতিহাসিক পরিবর্তন! বঙ্গ সফরের আগে বার্তা দিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 16, 2026 | 10:04 PM

কলকাতা: ভোটমুখী বাংলায় এবার দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ তারিখ মালদহ ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। কোটি কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলায় আসার উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। জানালেন, কেবল মালদহেই ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে।

নিজের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামীকালের অনুষ্ঠানে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে।” পাশাপাশি, ৪টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদহ স্টেশনে দেশের প্রথম হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। রবিবার ১৮ তারিখ প্রধানমন্ত্রীর সরকারি সভা রয়েছে হুগলির সিঙ্গুরে। সেখান থেকে ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে রোড ওভার ব্রিজও। বিজেপি নেতৃত্বের কথায় ১৭ জানুয়ারি  উত্তরবঙ্গের রেল মানচিত্রে ঐতিহাসিক দিন হতে চলেছে।

প্রধানমন্ত্রী মোদীর আসন্ন রাজ্য সফর সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন এবং রেখে চলেছেন। তাঁর এই সফর এই উন্নয়নের যাত্রায় আরও একটি সংযোজন। বাংলার জনগণের উপকারের জন্য তিনি ধারাবাহিক অবদান রেখে চলেছেন।”

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে কলকাতা কেন্দ্রিক বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সে সময়ে দলের বিধায়ক সাংসদদের সাংগঠনিক লক্ষ্যকে আরও পরিস্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আগামীর লক্ষ্যে ঠিক করেছিলেন স্ট্র্যাটেজি।