Virtual Hearing On SIR: হিয়ারিংয়ের তারিখে জরুরি কাজ, অসুস্থতা! ভার্চুয়াল হিয়ারিং সম্ভব?

SIR 2025 Draft List: যাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে তাঁদের অনেকেই হয়ত সুস্থ বা বাইরের কোনও রাজ্যে বা শহরে কাজ করেন। অথবা ওই দিনই কারও খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। এমন অবস্থায় কী হবে? কমিশন কি কিছু জানিয়েছে যেখানে এই সব কারণে সাধারণ মানুষ ভার্চুয়ালি শুনানিতে যোগ দিতে পারবেন?

Virtual Hearing On SIR: হিয়ারিংয়ের তারিখে জরুরি কাজ, অসুস্থতা! ভার্চুয়াল হিয়ারিং সম্ভব?
ভার্চুয়াল শুনানি সম্ভব?Image Credit source: Getty Images and PTI

Dec 16, 2025 | 4:50 PM

ইতিমধ্যেই সামনে এসেছে এসআইআরের খসড়া ভোটার তালিকা। আরও স্পষ্ট করে বললে প্রতি বুধে কোন কোন ভোটারের নাম বাদ গিয়েছে তার একটা তালিকা প্রকাশ করেছে। যাঁদের নাম বাদ পড়েছে, অর্থাৎ যাঁদের খুঁজে পাওয়া যায়নি তাঁদের তো সমন পাঠাবে কমিশন। এ ছাড়াও খসড়া তালিকায় যাঁদের নাম নিয়ে সন্দেহ হবে কমিশনের তাঁদেরও ডেকে পাঠানো হবে। ফলে, অনেক মানুষকেই হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন।

যাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে তাঁদের অনেকেই হয়ত সুস্থ বা বাইরের কোনও রাজ্যে বা শহরে কাজ করেন। অথবা ওই দিনই কারও খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। এমন অবস্থায় কী হবে? কমিশন কি কিছু জানিয়েছে যেখানে এই সব কারণে সাধারণ মানুষ ভার্চুয়ালি শুনানিতে যোগ দিতে পারবেন?

কমিশন এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেনি। তবে এটাও ঠিক যে সাধারণ শুনানি শুরু হতে অন্তত ৭ দিন লাগবে। ফলে, এর মধ্যে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতেই পারে ইলেকশন কমিশন। এ ছাড়াও যদি সাধারণ ভোটাররা অনেক বেশি করে এই ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি জানায়, তাহলেও হয়তও ভার্চুয়াল হিয়ারিং হতে পারে বলে সূত্রের খবর। তবে, এখনও পর্যন্ত কিন্তু এই ভার্চুয়াল হিয়ারিং হচ্ছে বলে জানায়নি নির্বাচন কমিশন। তবে, আগামীতে কী হয় সেদিকেই এখন দেখার।