
কলকাতা: রাজ্য কমিটি ঘোষণার পরদিনই আজ শহরে জেপি নাড্ডা। লক্ষ্য ছাব্বিশের নির্বাচন। কোমর বাঁধছে গেরুয়া শিবির। সল্টলেকে সেক্টর ফাইভের হোটেলে দফায় দফায় বৈঠক করবেন দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঘণ্টা পাঁচেকের সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। তাঁর সঙ্গেই থাকছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। অনান্য জেলার সাংগঠনিক বৈঠকের পাশাপাশি, কোর গ্রুপ ও জেলার সভাপতিদের নিয়েও বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য সংক্রান্ত একটি সভাতেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি। কল্য়াণীর এইমসে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
দু’দিনের বঙ্গ সফরে আসছেন নাড্ডা। বৃহস্পতিবার একাধিক সভা করার কথা রয়েছে তাঁর। সেই সব সভায় তিনি বিজেপির ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। নাড্ডা জেলার সব সভাপতিদের উদ্দেশে নির্দিষ্ট কিছু বার্তা দেবেন। পাশাপাশি পার্টির বিভিন্ন বিভাগের কার্যকর্তা এবং প্রবাসী কার্যকর্তাদেরও তিনি পরামর্শ দেবেন বলে বিজেপির তরফে বুধবার জানান হয়েছে।
গত সপ্তাহেই বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানুয়ারির তৃতীয় সপ্তাহেই আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে জোড়া সভা করবেন তিনি। ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী দলের প্রত্যেক বিধায়ক-সাংসদকে টার্গেট বেঁধে দিয়েছেন। ছাব্বিশের ভোটে দুই-তৃতীয়াংশ আসন জেতার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন। আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর জন্য জেলা চষে বেড়ানোর নির্দেশ দিয়েছেন। শুরু হয়েছে বিজেপির সংকল্প যাত্রা। প্রত্যেক দিনের ঠাসা কর্মসূচি থাকছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এবার বাংলায় আসছেন জেপি নাড্ডা। তিনি দলীয় কর্মী নেতাদের কী বার্তা দেন, সেটাই দেখার।