Bhangar: লজিক্যাল ডিসক্রিপেন্সি! ভাঙড় ২-এ ৫৪ হাজার ভোটারের নামের তালিকা প্রকাশ

SIR In WB: গত ১৯ জানুয়ারি, সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,  লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে এবং শহরে ওয়ার্ড অফিসে টাঙানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, নির্দেশ  প্রধান বিচারপতির।

Bhangar: লজিক্যাল ডিসক্রিপেন্সি! ভাঙড় ২-এ ৫৪ হাজার ভোটারের নামের তালিকা প্রকাশ
ভাঙড় ২ নম্বর ব্লকে তালিকা প্রকাশImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 23, 2026 | 10:55 PM

ভাঙড়: এসআইআর-এর শুনানির মাঝেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সামনে এল। তাতে চাঞ্চল্যকর তথ্য ভাঙড় ২ নম্বর ব্লকে। জানা যাচ্ছে, ভাঙড় ২ নম্বর ব্লকেই তথ্যগত অসঙ্গতি নো ম্যাপিংয়ের তালিকায় নাম রয়েছে প্রায় ৫৪ হাজার ভোটারের নাম। যাঁদের তথ্যে ভুল রয়েছে, তাঁদের নাম প্রকাশিত হয়েছে। তালিকায় নাম থাকা ভোটাররা সংশোধিত তথ্য জমা করতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

সূত্রের খবর ভাঙড় ২ নম্বর ব্লকে ৩ লক্ষের কাছাকাছি ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে ৫৪ হাজার ভোটারের নাম তালিকায়। ইতিমধ্যেই তাঁদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি, সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,  লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে এবং শহরে ওয়ার্ড অফিসে টাঙানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, নির্দেশ  প্রধান বিচারপতির। তারপরই এই তালিকা প্রকাশ করে কমিশন। তাতে ভাঙড়ের এই তালিকা যথেষ্টই চাঞ্চল্যকর।  যাঁদের তথ্যে ভুল রয়েছে, তাঁদের ইতিমধ্যেই হিয়ারিংয়ে ডাকছে কমিশন।

এদিকে, কমিশন সূত্রে খবর, রাজ্যের আনম্যাপড ভোটারদের ১০ শতাংশ হাজিরাই দেননি শুনানিতে। রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা ৩২ লক্ষ। তাঁদের মধ্যে যদি ১০ শতাংশ হাজিরা না দেন, প্রায় ৩ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর। নাম বাদ দেওয়ার আগে ফের স্ক্রুটিনি করতে পারে কমিশন।