
মহারাষ্ট্রের রাজনীতি যেন ঘড়ির কাটা! ১২টার ঘর থেকে টিক টিক করে যাত্রা শুরু করলেও আবার ফিরে আসে সেই ১২-র ঘরেই। শনিবারের বারবেলায় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে যা ফল এল, তাতে ঘড়ির কাটার মতো ফের ১২ ঘরে দাঁড়িয়ে রইল শিবসেনা। শুধু বদলে গিয়েছে মুখ। সেদিন ছিলেন উদ্ধব ঠাকরে, এখন একনাথ শিন্ডে। ২৩৪টি আসনে জেতা মহাযুতি জোটের সরকার গড়ার ক্ষেত্রে অন্যতম অনুঘটক এখন শিবসেনা। বিজেপি ১৩২, শিবসেনা ৫৭ । যেমন ২০১৯-এ উদ্ধবের শিবসেনা দাঁড়িয়ে ছিল ঠিক এমনই জায়গায়। সরকার গড়ার জন্য শিবসেনাকে প্রয়োজন ছিল বিজেপির। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর দাবিদার হয়ে উঠেছিলেন উদ্ধব। এবারও একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর দাবিদার। নিজের আসন ছাড়তে নারাজ তিনি। এই পর্যন্ত চিত্রনাট্য ঠিকই ছিল। কিন্তু ‘কাহিনি মে টুইস্ট’ যোগ করলেন অজিত পাওয়ার। ৪১টি আসন নিয়ে বসে আছেন তিনি। শিন্ডে একটু বেগড়বাই করলেই অজিতকে নিয়ে অনয়াসেই সরকার গড়তে পারে বিজেপি। উদ্ধবকে নিয়ে যে বাধ্যবাধকতা সেদিন ছিল বিজেপির এবার আর তা নেই। তাহলে মুখ্যমন্ত্রী কুর্সিতে কে? শিন্ডে না ফড়ণবীস...