মুম্বই: কাজ করল না সহানুভূতি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জিতে একনাথ শিন্ডে প্রমাণ করলেন, আসল শিবসেনা তাঁরাই। আর উদ্ধব ঠাকরে? তিনি কী বললেন ভোটে এই শোচনীয় ফলের পর? মহারাষ্ট্রে মহাযুতির ভোটের সুনামি দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এরা কী করেছে জনগণের জন্য?”
মহারাষ্ট্র নির্বাচনের ফল প্রকাশের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্ধব ঠাকরে রাজ্যের জনগণদের ধন্যবাদ জানালেও, একইসঙ্গে এনডিএ-র এই সাফল্য নিয়ে প্রশ্ন তুলে দেন। বলেন, “এই ফলাফল বলছে, এটা ঢেউ নয়, সুনামি ছিল। কিন্তু আমি বুঝতে পারছি না ওরা কী করল যে এমন ফলাফল পেল।”
লোকসভা নির্বাচন, যেখানে প্রত্য়াশার থেকেও ভাল ফল করেছিল উদ্ধবের শিবির, তার সঙ্গেই বিধানসভা নির্বাচনের ফলাফলের তুলনা করে উদ্ধব ঠাকরে বলেন, “কীভাবে চার মাসে এত পরিবর্তন হল? কৃষকরা কষ্ট পাচ্ছে, রাজ্যে বেকারত্ব বাড়ছে। ওরা কী করল যে এই সুনামি হল? আমার মনে হয় না বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান কাজ করেছে।”
তিনি আরও যোগ করে বলেন, “আমি ওদের অভিনন্দন জানাই এবং আশা রাখি যে লড়কি-বেহেন যোজনা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। নির্বাচনের জুমলা না হয়ে থাকে। আশা করি কৃষকদের ঋণ মিটিয়ে দেওয়া হবে এবং যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে।”
তবে এই শোচনীয় হার মানতে পারছেন না উদ্ধব। তাই আক্ষেপের সুরেই বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না মহারাষ্ট্র, যে কোভিডের সময় আমার পাশে দাঁড়িয়েছিল, তাদের পরিবারের প্রধান হিসাবে আমার কথা শুনেছিল, সেই রাজ্যই এমন করবে।”