Modi in Maharashtra: মহারাষ্ট্রে প্রচারের শুরুতেই মোদীর মাস্টারস্ট্রোক! রাহুলকে ‘সাভারকর চ্যালেঞ্জ’

Modi in Maharashtra: শিবসেনা (উদ্ধব ঠাকরে) যেখানে হিন্দুত্ববাদী সাভারকরকে মাথায় তুলে রাখে, তার বিপরীতে ধারাবাহিকভাবে সাভারকরের সমালোচনা করেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা। এবার এমভিএ জোটের এই দুর্বল জায়গাতেই ঠিক আঘাত করলেন প্রদানমন্ত্রী মোদী।

Modi in Maharashtra: মহারাষ্ট্রে প্রচারের শুরুতেই মোদীর মাস্টারস্ট্রোক! রাহুলকে সাভারকর চ্যালেঞ্জ
রাহুলকে সাভারকর চ্যালেঞ্জ মোদীরImage Credit source: PTI

Nov 08, 2024 | 8:23 PM

নাসিক: শুক্রবার (৮ নভেম্বর), মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে, এই রাজ্যে খুব ভাল ফল করেছিল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি বা এমভিএ জোট। তবে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং এনসিপি (শরদ পওয়ার)-এর এই জোটে ফাটল ধরাতে পারে একটি নাম – ভিডি সাভারকর। শিবসেনা (উদ্ধব ঠাকরে) যেখানে হিন্দুত্ববাদী সাভারকরকে মাথায় তুলে রাখে, তার বিপরীতে ধারাবাহিকভাবে সাভারকরের সমালোচনা করেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা। এবার এমভিএ জোটের এই দুর্বল জায়গাতেই ঠিক আঘাত করলেন প্রদানমন্ত্রী মোদী। এদিন তিনি রাহুল গান্ধী ও কংগ্রেস নেতাদের দিয়ে প্রকাশ্যে ভিডি সাভারকর এবং শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের প্রশংসা করানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমভিএ জোটের দিকে।

এদিন নাসিকে এক জনসভা করে, একেবারে উচ্চগ্রামে মহারাষ্ট্রের ভোট-প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস বা তার যুবরাজ (রাহুল গান্ধী) তাদের সমাবেশে বীর সাভারকারের প্রশংসা করুক… রাহুল গান্ধী তা করতে পারবেন না। এমভিএ শরিকরা কংগ্রেস এবং গান্ধীকে দিয়ে বীর সাভারকরের আত্মত্যাগ এবং কালা পানিতে তাঁর দিনগুলির প্রশংসা করানোর চেষ্টা করুক। আজ ৮ নভেম্বর। আমি চ্যালেঞ্জ করলাম। আমি এখন দিন গুনব। এমভিএ-র শরিকরা কংগ্রেস নেতাদের বা তাদের যুবরাজকে ১৫ মিনিটের জন্য সাভারকরের প্রশংসা করতে বলুক।

তিনি অভিযোগ করেন, বিজেপির কাছে সাভারকর অনুপ্রেরণা, কিন্তু কংগ্রেস শুধুই তাঁকে গালি দেয়। তিনি আরও দাবি করেন, এমভিএ জোটের নেতারা নাকি ভোট শেষ না হওয়া পর্যন্ত সাভারকরকে গালি দেওয়া বন্ধ করতে বলেছেন রাহুল গান্ধীকে। তিনি বলেন, “আমি শুনেছি যে, এমভিএ-র লোকেরা কংগ্রেসের যুবরাজের সঙ্গে বসেছিল এবং তাঁকে বলেছিল যে, আপনি যদি মহারাষ্ট্রে নির্বাচনে জিততে চান তবে বীর সাভারকরকে গালি দেওয়া বন্ধ করুন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বিনায়ক দামোদর সাভারকারের প্রশংসা করেছেন এবং কংগ্রেস নেতাদের জাতীয়তাবাদী নেতার প্রশংসা করার জন্য মহারাষ্ট্রের বিরোধী দল মহা বিকাশ আঘাদি (এমভিএ) কে চ্যালেঞ্জ জানিয়েছেন।

সাভারকারের পাশাপাশি, বালাসাহেব ঠাকরেরও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি অভিযোগ করেন, শিবসেনার প্রতিষ্ঠাতারও কখনও প্রশংসা করে না কংগ্রেস। তিনি প্রশ্ন ছুড়ে দেন, যে কংগ্রেস সাভারকর বা বালাসাহেবকে সম্মান করে না, তাদের সঙ্গে কীভাবে জোট করতে পারে উদ্ধব ঠাকরের দল?

উদ্ধব ঠাকরের শিবসেনার কাছে সাভারকর এক মারাঠা নায়ক। কিন্তু, কংগ্রেস প্রায়শই ভারতের স্বাধীনতা সংগ্রামে সাভারকরের ভূমিকার জন্য তাঁর সমালোচনা করে। কংগ্রেসের দাবি, তিনি সাম্প্রদায়িক এবং ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের সংগ্রামকে দুর্বল করার চেষ্টা করেছিলেন তিনি। ২০০৩ সালে, সুরাটের একটি আদালত মানহানি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করার পর, রাহুল গান্ধীও সাভারকরকে উপহাস করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর নাম ‘গান্ধী, সাভারকার নয়’। তাই, তিনি কারও কাছে ক্ষমা চাইবেন না। তাঁর ওই মন্তব্যের পর, রাহুল গান্ধীর সমালোচনা করেছিল শিবসেনা (উদ্ধব ঠাকরে)। রাহুল গান্ধীর এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উটিত বলে বার্তা দিয়েছিলেন উদ্ধব ঠাকরে।

এদিন ঠিক এই ফাটলেই আঘাত করলেন নরেন্দ্র মোদী। এই আঘাতের ফলে, ফাটল বেড়ে এমভিও জোটে ভাঙন ধরে কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। ফলাফল জানা যাবে ২৩ নভেম্বর।