SIR: আশিতে আসিও…! SIR-এর লাইনে কাঁপছে অশীতিপররা

Election Commission:

SIR: আশিতে আসিও...! SIR-এর লাইনে কাঁপছে অশীতিপররা
ঠান্ডায় লাইনে বৃদ্ধ-বৃদ্ধারাImage Credit source: Tv9 Bangla

Dec 30, 2025 | 6:00 AM

এবার ডিসেম্বরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে না? ঝঞ্ঝার বাধা কেটে যেতেই পারদ চড়চড় করে নেমেছে। কোথাও ১১ কোথাও ১০ কোথাও ৮। উত্তরে হাওয়ার সেই দাপটের মধ্যেই কাগজ হাতে দাঁড়িয়ে রয়েছে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা। কারও গলায় মাঙ্কি টুপি, কারও গলায় মাফলার, কেউ ঠিক মতো চলতে পারেন না, কেউ দাঁড়াতে পারেন না, কিন্তু এক টুকরো কাগজের কী মহিমা বলুন তো? কাগজ যে দেখাতেই হবে। আর না দেখালে….. বাংলায় শনিবার থেকে শুরু হয়েছে SIR-এর শুনানি পর্ব। খসড়া তালিকায় যাঁদের নাম নেই তাঁরা আসছেন হাজিরা দিতে। কিন্তু চোখে লাগছে কখন বলুন তো? যখন এই শীতের মধ্যেও কাঁপতে কাঁপতে বৃদ্ধ-বৃদ্ধারা তাঁদের পরিজনদের হাত ধরে আসছেন শুনানিতে। কেউ-কেউ আবার একাই আসছেন। কমিশন কিন্তু বলেছে, ৮৫ বছর বয়সী সব প্রবীণ নাগরিকদের হেয়ারিং বাড়িতে বসেই হবে। কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে কি? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন