Sandeshkhali: চমকে উঠবেন! শুনানিতে ডাক পড়তেই হিংয়ারিংয়ে এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী…

Sandeshkhali: পুরো বিষয়ে জানাজানি হতেই সেই মতো বিএলও নির্বাচন কমিশনকে খাইরুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ জানানোর পর এই খাইরুলকে নোটিস দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলও-কে হুমকি দেন এই অনুপ্রবেশকারী খাইরুল কারিগর ।

Sandeshkhali: চমকে উঠবেন! শুনানিতে ডাক পড়তেই হিংয়ারিংয়ে এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী...
অভিযুক্ত খাইরুল কারিগরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 28, 2025 | 4:14 PM

 দক্ষিণ ২৪ পরগনা:  খসড়া তালিকায় নাম না থাকায় BLOকে হুমকির অভিযোগ শেখ শাহজাহানের অনুগামীর বিরুদ্ধে । হুমকির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই ‘আতঙ্কিত বিএলও’ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গোটা গ্রামবাসী। কেননা এই অনুপ্রবেশকারী সন্দেশখালির শেখ শাহজাহানের অনুগামী। অভিযুক্তর নাম খাইরুল কারিগর। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকে এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে।

সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার ১৯০ নম্বর বুথের খাইরুল কারিগরের। এই খাইরুল কারিগর কে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,  সন্দেশখালির দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত। এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় BLO-এর অভিযোগ এই খাইরুল কারিগর আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী।

প্রতিবেশীকে মা সাজিয়ে গত কয়েক বছর আগে অবৈধভাবে এ রাজ্যে প্রবেশ করে ভোটার কার্ড সহ যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। এখন সেই প্রতিবেশী যাকে মা সাজিয়েছিল তিনি এখন বেঁচে রয়েছেন, তবুও অনুপ্রবেশকারী খয়রুল কারিগর নিজের ভোটাধিকার বজায় রাখতে যাঁকে মা সাজিয়েছিলেন তাঁকে মৃত ঘোষণা খাইরুল কারিগরের নথিতে।

পুরো বিষয়ে জানাজানি হতেই সেই মতো বিএলও নির্বাচন কমিশনকে খাইরুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ জানানোর পর এই খাইরুলকে নোটিস দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলও-কে হুমকি দেন এই অনুপ্রবেশকারী খাইরুল কারিগর । এমনটাই অভিযোগ তোলেন বিএল ও থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা। স্থানীয় এক বাসিন্দা  বলেন, “কয়েকবছর আগেই বাংলাদেশ থেকে এসেছিল। এসে জায়গা কেনে। মস্তানি করে এখানে এসে। লোককে মারধর করে। বাংলাদেশ থেকে এসে আমাদের এখানে অনেক জমি জায়গা কিনেছে। ওকে তাড়ানো ব্যবস্থা করুক সরকার।”

তৃণমূল গ্রাম পঞ্চায়েত মেম্বারের স্বামী জগবন্ধু মিস্ত্রি বলেন, “এটা একদম ঠিক, ও বাংলাদেশ থেকে এসেছে। অন্যের বাবা-মাকে বাবা-মা সাজিয়ে ভোটার হয়। অনলাইনে ফর্ম ফিল আপ করেছে।”

সকলে চাইছেন এই খাইরুল কারিগরের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক এবং বাংলাদেশে ফিরে যাক তিনি। অভিযুক্তকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি পুরোটাই অস্বীকার করেছেন। যদিও অভিযুক্ত খইরুল কারিগরের বক্তব্য, “বিএলও-কে আমি হুমকি দেব কেন? শেখ শাহজাহানকে আমি চিনিই না। আমি কোনও পার্টি করি না।”