Sanjay Raut: ‘কুছ তো গড়বড় হ্যায়’, মহাযুতির ফলে ‘আঁশটে’ গন্ধ পাচ্ছেন সঞ্জয় রাউত!

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 23, 2024 | 12:30 PM

Maharashtra Assembly Election 2024: রাজ্যসভার সাংসদ প্রশ্ন করেন, "মহারাষ্ট্রের মানুষও ভাবছে যে কীভাবে এই ফলাফল মানবে। নির্বাচনে যে টাকা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই। কীভাবে একনাথ শিন্ডের সমস্ত বিধায়করা জিততে পারে?"

Sanjay Raut: কুছ তো গড়বড় হ্যায়, মহাযুতির ফলে আঁশটে গন্ধ পাচ্ছেন সঞ্জয় রাউত!
সঞ্জয় রাউত।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: মহারাষ্ট্রে ভূমিকম্প মহাযুতির। সমস্ত রেকর্ড ভেঙে জয়ের দিকে এগোচ্ছে মহাযুতি। আর এই ফলাফলেই রহস্যের গন্ধ পাচ্ছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতির ভাল ফল কিছুতেই মানতে নারাজ সঞ্জয় রাউত। তাঁর দাবি, “এটা মানুষের রায় হতে পারে না”।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল আজ। প্রাথমিক গণনায় ২৮৮ আসনের মধ্যে ২২০টি আসনেই এগিয়ে মহাযুতি। এ দিন ভোটের ফল নিয়ে সন্দেহ প্রকাশ করে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, “এটা জনগণের রায় হতে পারে না। আমি মহারাষ্ট্রের মানুষদের জানি। আমরা এই ফল মানছি না। ভোটের ফলাফলে কিছু তো গড়বড় রয়েছে।

রাজ্যসভার সাংসদ প্রশ্ন করেন, “মহারাষ্ট্রের মানুষও ভাবছে যে কীভাবে এই ফলাফল মানবে। নির্বাচনে যে টাকা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই। একনাথ শিন্ডে বলেছিলেন, তাঁর একজন বিধায়কও হারবেন না। কীভাবে একনাথ শিন্ডের সমস্ত বিধায়করা জিততে পারে? অজিত পওয়ার, যার বিশ্বাসঘাতকতায় গোটা মহারাষ্ট্রের জনগণ ক্ষিপ্ত হয়েছিল, তার দল জিততে পারে?

দেবেন্দ্র ফড়ণবীসের এই দাবির পাল্টা জবাবে বিজেপি নেতা প্রবীণ দারেকর বলেন, “সঞ্জয় রাউতের উচিত নিজের বিমানকে মাটিতে ল্যান্ড করানো…বিজেপি সরকার রাজ্য ও কেন্দ্রে ক্ষমতায় থাকলে মহারাষ্ট্রের আরও উন্নতি হবে।  সেই কারণেই জনগণ আমাদের ভোট দিয়েছে। বিশেষত আমি লাডলি বেহনাদের ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি দেবেন্দ্র ফড়ণবীস মুখ্যমন্ত্রী হবেন।”

Next Article