Bengal SIR Voter List Update 2025: রাত পোহালেই SIR-এর খসড়া তালিকা, কীভাবে দেখবেন আপনার নাম রয়েছে কি না?
How to Check your Name on Draft List: খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না, সেটাই এখন আসল ব্যাপার। আপনাকে খসড়া তালিকা থেকে যাচাই করে দেখতে হবে আপনার নাম রয়েছে কি না। কিন্তু কীভাবে দেখবেন আপনি? নির্বাচন কমিশন জানিয়েছেন অনলাইন ও অফলাইন, দুই ভাবেই দেখা যাবে খসড়া তালিকা।

পশ্চিমবঙ্গে শেষ হয়ে গিয়েছে এসআইআর। আর ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। আর সেই খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না, সেটাই এখন আসল ব্যাপার। আপনাকে খসড়া তালিকা থেকে যাচাই করে দেখতে হবে আপনার নাম রয়েছে কি না। কিন্তু কীভাবে দেখবেন আপনি?
নির্বাচন কমিশন জানিয়েছেন অনলাইন ও অফলাইন, দুই ভাবেই দেখা যাবে খসড়া তালিকা।
অনলাইন কীভাবে দেখবেন?
আপনার কম্পিউটার বা মোবাইলের ওয়েব ব্রাউজারে গিয়ে আপনাকে যেতে হবে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, eci.gov.in-এ। এ ছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/-এও আপনি যেতে পারেন। সেখানে আপনার নাম ও ভোটার কার্ডের নম্বর দিলেই আপনি দেখতে পাবেন খসড়া ভোটার তালিকা।
অফলাইনে কীভাবে দেখবেন?
বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাছে প্রতিটি বুথের খসড়া তালিকা থাকবে। আপনি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের সাহায্যও নিতে পারেন আপনি।
জানা গিয়েছে, খসড়া তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের জন্যও একটি আলাদা তালিকা প্রকাশ করা হবে। তারপর সেই ব্যক্তিদের ডাকা হবে হিয়ারিংয়ে। ফলে, খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। আপনি তৈরি হন হিয়ারিংয়ের জন্য। সেখানে প্রয়োজনীয় বৈধ নথি আপনি দাখিল করতে পারলেই ফাইনাল লিস্টে নাম চলে আসবে আপনার। যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বাদ না পড়েন ও অযোগ্য কেউ যেন ভোটার তালিকায় ঢুকতে না পারে, এই চ্যালেঞ্জ নিয়েই এগোচ্ছে ভারতের নির্বাচন কমিশন।
