
তারকেশ্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে (৫ জানুয়ারি) তারকেশ্বরবাসীর জন্য বিশেষ ‘উপহার’ তারকেশ্বর পৌরসভার। ক্যানসার চিকিৎসায় বিনামূল্যে রক্তপরীক্ষার পাশাপাশি প্যাথলজিক্যাল যেকোনও পরীক্ষায় ৭০ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড হাতে তুলে দেওয়া হল পৌর এলাকার বাসিন্দাদের হাতে। সোমবার তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চ সভা কক্ষে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্বল্প মূল্যে রোগ নির্ণয় কর্মসূচি।
পৌরপ্রধান উত্তম কুন্ডু বলেন, অনেকদিন থেকেই এই কর্মসূচি চালু করার চেষ্টা করছিলেন তাঁরা। অবশেষে মুখ্যমন্ত্রীর জন্মদিনে এই কর্মসূচি চালু করলেন। এর ফলে উপকৃত হবেন তারকেশ্বর পৌর এলাকার প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ। স্থানীয় একটি প্যাথলজি সেন্টারের সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে পৌরসভার। আপাতত এই পরিষেবা পাওয়া যাবে আগামী দুই বছর। প্যাথলজি সেন্টারের কর্ণধার জানান, স্বস্থ্যসাথী কার্ডে পরীক্ষা নিরীক্ষার খরচ পাওয়া যায় না। পৌরসভার পক্ষ থেকে যে কার্ড চালু করা হল, তাতে করে স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পাওয়ার আগেও বিশেষ সুবিধা কিংবা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। তিনি বলেন, “ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে প্রতিটি কেমোর সময় হাজার দুয়েক টাকার রক্ত পরীক্ষা করতে হয়, সেটা আমরা বিনামূল্যে করে দেব।” এছাড়া অন্যান্য রক্ত পরীক্ষার ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে তিনি জানান।
পৌর নাগরিকদের একাংশ এই কার্ড হাতে পেয়ে খুশি। তাঁরা পৌরপ্রধানের এই উদ্যোগের প্রশংসা করেন। তবে বিরোধীদের কটাক্ষ, ভোটের আগে এরকম বহু চমক দেখা যাবে। বিজেপির আরামবাগ সামগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, “শুনছি ৯৯০ টাকায় সবরকমের রক্ত পরীক্ষা হচ্ছে। তাহলে এতদিন করেনি কেন? ভোটের আগে এগুলো চমক। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজির টাকা এখন খরচ করে চমক দিতে চাইছে। এছাড়া আর কিছু নয়।” যদিও বিরোধীদের মন্তব্যকে পাত্তা দিতে নারাজ পৌরপ্রধান উত্তম কুন্ডু।