SIR in Bengal: কাল থেকে SIR শুনানি, ডাক পড়বে প্রায় ৩২ লক্ষ ভোটারের
SIR Update: তালিকায় থাকা ‘নো ম্যাপিং’ ভোটারদের তথ্য যাচাইয়ের উপরই এই পর্যায়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে নোটিস পাঠানো শুরু হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি বিধানসভা এলাকায় ৮টি করে শুনানি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
কলকাতা: আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হতে চলেছে এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানি। প্রশাসনিক সূত্রে খবর, এসআইআরের এই দ্বিতীয় ধাপে প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হতে চলেছে। মূলত তালিকায় থাকা ‘নো ম্যাপিং’ ভোটারদের তথ্য যাচাইয়ের উপরই এই পর্যায়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে নোটিস পাঠানো শুরু হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি বিধানসভা এলাকায় ৮টি করে শুনানি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।