Abhishek Banerjee: এবার শুভেন্দুর নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’, সূচনা করবেন অভিষেকই

Sebaashray in Nandigram: যুযুধান দুই রাজনৈতিক দলের নন্দীগ্রামে প্রার্থী কারা হবেন, তা এখনও ঠিক হয়নি। এরই মধ্যে নন্দীগ্রাম নিয়ে বড় পদক্ষেপ করলেন অভিষেক। ২০২৫ সালে ২ জানুয়ারি অভিষেক ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা করেছিলেন। সেই স্বাস্থ্য শিবির চলেছিল ৭৫ দিন। তবে তা অভিষেকের সংসদ এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবার ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

Abhishek Banerjee: এবার শুভেন্দুর নন্দীগ্রামে সেবাশ্রয়, সূচনা করবেন অভিষেকই
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 27, 2025 | 7:53 PM

কলকাতা: একুশের নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই নন্দীগ্রাম নিয়েই আলোচনা বাড়ছে। তৃণমূল ও বিজেপির প্রার্থী কারা হবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই আবহে নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির এবার হবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। এমনকি, আগামী ১৫ জানুয়ারি ওই সেবাশ্রয় ক্যাম্পের সূচনায় নন্দীগ্রামে যাবেন অভিষেক। শনিবার তিনি নিজেই এই ঘোষণা করেন।

একুশের নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু। এই আসনে সিপিএম প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। হাইভোল্টেজ এই আসনে মূলত লড়াই হয় মমতা ও শুভেন্দুর মধ্যে। শেষ পর্যন্ত ১৯৫৬ ভোটে জয়ী হন শুভেন্দু। নন্দীগ্রামে মমতার পরাজয় নিয়ে শাসকদলকে প্রায়ই খোঁচা দেন বিধানসভার বিরোধী দলনেতা। তবে ওই ফল নিয়ে আদালতে মামলা করেন মমতা।

ছাব্বিশের নির্বাচনের আগে নন্দীগ্রাম নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। কিছুদিন আগেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, “আমার কাছে যা খবর, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।” যার জবাব দিয়েছিলেন অভিষেক। তিনি বলেন, “ওটা সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব। আমাকে দল যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও। আমি দাঁড়াব। আমাকে দল যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, আমি সেখানে দাঁড়াব।”

যুযুধান দুই রাজনৈতিক দলের নন্দীগ্রামে প্রার্থী কারা হবেন, তা এখনও ঠিক হয়নি। এরই মধ্যে নন্দীগ্রাম নিয়ে বড় পদক্ষেপ করলেন অভিষেক। ২০২৫ সালে ২ জানুয়ারি অভিষেক ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা করেছিলেন। সেই স্বাস্থ্য শিবির চলেছিল ৭৫ দিন। তবে তা অভিষেকের সংসদ এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবার ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে এই স্বাস্থ্য শিবির হওয়ার কথা জানা গিয়েছিল। এবার নন্দীগ্রামে সেবাশ্রয় মডেল ক্যাম্প করার কথা ঘোষণা করলেন অভিষেক। দুটো ক্যাম্প হবে। ১৫ জানুয়ারি সেই ক্যাম্পের উদ্বোধনে তিনি নিজে যাবেন বলে অভিষেক এদিন জানিয়েছেন। আর তাঁর এই ঘোষণার পরই নতুন করে জল্পনা বেড়েছে। ছাব্বিশেও কি হাইভোল্টেজ লড়াই দেখা যাবে নন্দীগ্রামে? এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে।