Maharashtra CM: কৌন বনেগা মুখ্যমন্ত্রী? পাল্লা ভারি ফড়ণবীসের, আজ দিল্লির দরবারেই চূড়ান্ত সিদ্ধান্ত?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 25, 2024 | 9:40 AM

Maharashtra CM: মুখ্যমন্ত্রীর লড়াইয়ে আপাতত পাল্লা ভারি দেবেন্দ্র ফড়ণবীসেরই। শোনা যাচ্ছে, এনসিপির তরফে প্রথমে অজিত পওয়ারের নাম সুপারিশ করা হলেও, রবিবার বৈঠকের পর তারা দেবেন্দ্র ফড়ণবীসকেই মুখ্যমন্ত্রী বসানোর জন্য সমর্থন জানিয়েছে।

Maharashtra CM: কৌন বনেগা মুখ্যমন্ত্রী? পাল্লা ভারি  ফড়ণবীসের, আজ দিল্লির দরবারেই চূড়ান্ত সিদ্ধান্ত?
কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: কোটি টাকার প্রশ্ন, কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মহাযুতির তিন শিবিরই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। বিজেপি চাইছে দেবেন্দ্র ফড়ণবীসকে। শিবসেনা চাইছে একনাথ শিন্ডেকে, আর এনসিপির দাবি, অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করা হোক। ‘কৌন বনেগা মুখ্যমন্ত্রী’র এই দ্বন্দ্ব মেটাতে এবার দিল্লির দরবারে তিন শিবির। সূত্রের খবর, আজই মহাযুতির তিন শরিক দলের সদস্যরা দিল্লি যাচ্ছেন। দেখা করবেন অমিত শাহের সঙ্গে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন।

মুখ্যমন্ত্রীর লড়াইয়ে আপাতত পাল্লা ভারি দেবেন্দ্র ফড়ণবীসেরই। শোনা যাচ্ছে, এনসিপির তরফে প্রথমে অজিত পওয়ারের নাম সুপারিশ করা হলেও, রবিবার বৈঠকের পর তারা দেবেন্দ্র ফড়ণবীসকেই মুখ্যমন্ত্রী বসানোর জন্য সমর্থন জানিয়েছে। তবে নিশ্চুপ একনাথ শিন্ডের শিবসেনা। তারা মুখ্যমন্ত্রী পদ নিয়ে টু শব্দও করেনি। তবে দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। একনাথ শিন্ডে নিজেও জয়ের প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, রাজ্যবাসী লড়কি-বেহেন প্রকল্পে ব্যপক প্রভাবিত। তার প্রতিক্রিয়াই ভোটবাক্সে দেখা গিয়েছে।

সূত্রের খবর, সরকার গঠনের ফর্মূলা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের নতুন সরকারে বিজেপি ২৪ জন মন্ত্রী থাকবে। একনাথ শিন্ডের শিবসেনা ১২ টি মন্ত্রীপদ পাবে। এনসিপি-কে ১০টি মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। এবারও এক মুখ্যমন্ত্রী, দুই উপমুখ্যমন্ত্রী ফর্মূলাই রাখার পরিকল্পনা রয়েছে মহাযুতির। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নাম সামনে এলেই, বাকি দুই দলের শীর্ষ নেতা যে উপমুখ্যমন্ত্রী হবেন, তা স্পষ্ট হয়ে যাবে।

Next Article