
কলকাতা: I PAC কর্তা প্রতীক জৈনের বাড়িকে ইডি তল্লাশি। আর এই তল্লাশিতে রাজ্য দেখল বেনজির ছবি। তল্লাশির মাঝেই প্রতীকের বাড়িতে পৌঁছে গেলেন সিপি মনোজ ভর্মা। আর তার কিছুক্ষণের মধ্যেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি প্রতীকের বাড়িতে ঢুকলেন তিনি। মিনিট পনেরো পর বেরিয়ে আসেন। হাতে একটা সবুজ ফাইল। কী রয়েছে তাতে, নিজেই বলেন, কেন তল্লাশি তাও বলেন। আর তা বলতে গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজিরভাবে আক্রমণ করলেন।
মমতা বললেন, ‘নটি হোম মিনিস্টার, ন্যাস্টি হোম মিনিস্টার’। তিনি বলেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি পাঠিয়েছে। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক হাইজ্যাক করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি হাতিয়ে নিয়ে যেতে এসেছিল।” তারপরই অমিত শাহকে বিঁধে বলেন, “এটাই কি অমিত শাহের কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ হাতিয়ে নেওয়া।” স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধে তিনি বলেন, “তিনি দেশকেই রক্ষা করতে পারে না।” এরপর আইপ্যাকের গোদরেজ ওয়াটার সাইডের অফিসে চলে যান মমতা। সেখানে থেকে দেখা যায়, গাদা গাদা ফাইল বার করে তোলা হয় গাড়িতে। আর এই ফাইল ঘিরে রহস্য দানা বেঁধেছে।
জানা যাচ্ছে, কয়লা পাচার সংক্রান্ত নথি সংগ্রহ করার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা। এই সময়েই পুলিশের সঙ্গে বচসা বাধে কেন্দ্রীয় বাহিনীর। ডিসি সাউথ, পুলিশ কমিশনার মনোজ ভর্মা পৌঁছন। আর তারপরই পৌঁছন প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।