Bidhannagar Municipal Election: দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিধাননগর পুলিশ কমিশনারেট ঘেরাও, নেতৃত্বে শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Feb 04, 2022 | 12:41 PM

Bidhannagar: উল্টে পড়ে রয়েছে সোফা, ভেঙে গিয়েছে চেয়ার, টুকরো টুকরো ল্যাপটপ, হার্ড ডিস্ক। গত মঙ্গলবার, সল্টলেকের বি জে ব্লকে বিজেপি-র বিধাননগর পুর নির্বাচনের কেন্দ্রীয় কার্যালয়ের ছবিটা ছিল এমনই।

Follow Us

কলকাতা: পুরভোটের আগে উত্তপ্ত বিধাননগর। গত মঙ্গলবার বিধাননগরে বিজেপি দলীয় কার্যালয় (BJP Party Office) ভাঙচুর চালানো ও দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায়  ভাঙা দলীয় কার্যালয়ে পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধাননগর বিজেপি সূত্রে খবর, শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেট ঘেরাও কর্মসূচি পালন করবে পদ্ম শিবির। গোটা প্রতিবাদের কর্মসূচির নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এর আগেও একাধিকবার, দলীয় প্রার্থীদের সমর্থনে বিধাননগরে প্রচারে আসেন শুভেন্দু। বুধবারও বিধাননগর থানার সামনে অবস্থান শুভেন্দুর নেতৃত্বেই অবস্থান করেছিলেন বিজেপি কর্মীরা। ফের শুক্রবার আবারও একদফা অবস্থান-বিক্ষোভের পথে নামতে চলেছে গেরুয়া শিবির।

উল্টে পড়ে রয়েছে সোফা, ভেঙে গিয়েছে চেয়ার, টুকরো টুকরো ল্যাপটপ, হার্ড ডিস্ক। গত মঙ্গলবার, সল্টলেকের বি জে ব্লকে বিজেপি-র বিধাননগর পুর নির্বাচনের কেন্দ্রীয় কার্যালয়ের ছবিটা ছিল এমনই। অভিযোগ ওঠে, বেধড়ক মারধর করা হয় কার্যালয়ে উপস্থিত কর্মীদের। বাদ পড়েননি মহিলারাও। ঘটনায় বিজেপির তরফে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

আগামী ১২ তারিখ বিধাননগরে পুরভোট। সল্টলেকের বি জে-১৯৩ নম্বর বাড়িতে পুরভোটের কেন্দ্রীয় দফতর করেছে বিজেপি। দলীয় কর্মীদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে ওই বাড়ির একতলায় ঢুকে ঘর ভাঙচুর ও তছনছ করে দুষ্কৃতীরা। চেয়ার, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ডিস্ক ভেঙে দেওয়া হয়। অভিযোগ, রিভলভারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় কলকাতা উত্তর শহরতলির জেলা যুব মোর্চার সম্পাদক প্রসূন রাহার।

ঘটনার খবর টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেন, পুরভোটের আগে ‘তৃণমূলের গুন্ডারা’ ভয় দেখানোর কৌশল নিয়েছে। এর পরে রাতে সল্টলেকে পৌঁছে প্রথমে ওই কার্যালয়ে যান শুভেন্দু। সেখান থেকে যান বিধাননগর (পূর্ব) থানায়। পুলিশকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা জানান, থানার সামনে অবস্থানের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার না করলে ৪ ফেব্রুয়ারি বিধাননগর কমিশনারেট অভিযান করা হবে। ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ না করার অভিযোগে, অবশেষে শুক্রবার ঘেরাও কর্মসূচি বিজেপির।

বিজেপি-র তরফে অনুপম ঘোষ জানিয়েছেন, রিভলভার নিয়ে ঢুকেছিল দুষ্কৃতীরা। তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অনুপমের কথায়, ‘‘বিধাননগরে পরের পর হামলা চলছে আমাদের উপরে। ২৯, ৩১-সহ যে সব ওয়ার্ডে আমাদের উপরে হামলা চলছে, সেখানে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে। পুরভোটে আমাদের অবস্থা খুব ভাল ওই সব ওয়ার্ডে। তাই ভয় দেখাতে তৃণমূল এ সব করছে।’’

ঘটনায়, যদিও বারাসত সংসদীয় জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের মন্তব্য , ‘‘প্রতিদিনই সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, বিজেপি-র ভিতরেই মুষলপর্ব চলছে। প্রচারে থাকতে কার্যালয় ওরাই ভেঙেছে। বিধাননগরে আমরা এমনিই জিতব। আমাদের গোলমাল করার কোনও প্রশ্নই ওঠে না।’’

 

কলকাতা: পুরভোটের আগে উত্তপ্ত বিধাননগর। গত মঙ্গলবার বিধাননগরে বিজেপি দলীয় কার্যালয় (BJP Party Office) ভাঙচুর চালানো ও দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায়  ভাঙা দলীয় কার্যালয়ে পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধাননগর বিজেপি সূত্রে খবর, শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেট ঘেরাও কর্মসূচি পালন করবে পদ্ম শিবির। গোটা প্রতিবাদের কর্মসূচির নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এর আগেও একাধিকবার, দলীয় প্রার্থীদের সমর্থনে বিধাননগরে প্রচারে আসেন শুভেন্দু। বুধবারও বিধাননগর থানার সামনে অবস্থান শুভেন্দুর নেতৃত্বেই অবস্থান করেছিলেন বিজেপি কর্মীরা। ফের শুক্রবার আবারও একদফা অবস্থান-বিক্ষোভের পথে নামতে চলেছে গেরুয়া শিবির।

উল্টে পড়ে রয়েছে সোফা, ভেঙে গিয়েছে চেয়ার, টুকরো টুকরো ল্যাপটপ, হার্ড ডিস্ক। গত মঙ্গলবার, সল্টলেকের বি জে ব্লকে বিজেপি-র বিধাননগর পুর নির্বাচনের কেন্দ্রীয় কার্যালয়ের ছবিটা ছিল এমনই। অভিযোগ ওঠে, বেধড়ক মারধর করা হয় কার্যালয়ে উপস্থিত কর্মীদের। বাদ পড়েননি মহিলারাও। ঘটনায় বিজেপির তরফে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

আগামী ১২ তারিখ বিধাননগরে পুরভোট। সল্টলেকের বি জে-১৯৩ নম্বর বাড়িতে পুরভোটের কেন্দ্রীয় দফতর করেছে বিজেপি। দলীয় কর্মীদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে ওই বাড়ির একতলায় ঢুকে ঘর ভাঙচুর ও তছনছ করে দুষ্কৃতীরা। চেয়ার, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ডিস্ক ভেঙে দেওয়া হয়। অভিযোগ, রিভলভারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় কলকাতা উত্তর শহরতলির জেলা যুব মোর্চার সম্পাদক প্রসূন রাহার।

ঘটনার খবর টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেন, পুরভোটের আগে ‘তৃণমূলের গুন্ডারা’ ভয় দেখানোর কৌশল নিয়েছে। এর পরে রাতে সল্টলেকে পৌঁছে প্রথমে ওই কার্যালয়ে যান শুভেন্দু। সেখান থেকে যান বিধাননগর (পূর্ব) থানায়। পুলিশকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা জানান, থানার সামনে অবস্থানের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার না করলে ৪ ফেব্রুয়ারি বিধাননগর কমিশনারেট অভিযান করা হবে। ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ না করার অভিযোগে, অবশেষে শুক্রবার ঘেরাও কর্মসূচি বিজেপির।

বিজেপি-র তরফে অনুপম ঘোষ জানিয়েছেন, রিভলভার নিয়ে ঢুকেছিল দুষ্কৃতীরা। তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অনুপমের কথায়, ‘‘বিধাননগরে পরের পর হামলা চলছে আমাদের উপরে। ২৯, ৩১-সহ যে সব ওয়ার্ডে আমাদের উপরে হামলা চলছে, সেখানে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে। পুরভোটে আমাদের অবস্থা খুব ভাল ওই সব ওয়ার্ডে। তাই ভয় দেখাতে তৃণমূল এ সব করছে।’’

ঘটনায়, যদিও বারাসত সংসদীয় জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের মন্তব্য , ‘‘প্রতিদিনই সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, বিজেপি-র ভিতরেই মুষলপর্ব চলছে। প্রচারে থাকতে কার্যালয় ওরাই ভেঙেছে। বিধাননগরে আমরা এমনিই জিতব। আমাদের গোলমাল করার কোনও প্রশ্নই ওঠে না।’’

 

Next Article