বিধাননগর: এই পুরনিগমের নির্বাচন (Municipal Elections 2022) নিয়ে প্রথম থেকেই বিশেষ নজর ছিল রাজ্য নির্বাচন কমিশনের। হাইকোর্ট স্পষ্ট কমিশনকে নির্দেশ দেয় বিধাননগরে যেন ভোটে কোনও সমস্যা না তৈরি হয় সেদিকে নজর রাখতে। সেই মোতাবেক প্রথম থেকেই কড়া ছিল কমিশন। তবুও, শনিবার বিধাননগর পুরনিগমে (Bidhannagar Municipallity) একাধিক ওয়ার্ডে ছাপ্পা ভোট ও বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে এসেছিল। কিছুক্ষেত্রে রিপোর্টও তলব করেছিল কমিশন। বিধাননগরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিল কমিশন। রাজ্য পুলিশ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছিল কমান্ডো, ইএফআর, এসটিএফ। গত শুক্রবার থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি রেখেছিলেন সিআইডি ও আইবির অফিসাররা। নিযুক্ত করা হয়েছিল আইএএস পদমর্যাদার এক অফিসারকেও। বিধাননগরে বিধানে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা কোনওরকম অশান্তি না হয়, তা নিশ্চিত করতে বিশেষ দায়িত্বে ছিলেন এডিজি এসটিএফ সিআইডি জ্ঞানবন্ত সিং।
সোমবার বিধাননগর পুরনিগমের ৪১ টি ওয়ার্ডের ২০৩ প্রার্থীর ভাগ্য গণনা শুরু হয়। প্রথম থেকেই দেখা যায়, বিধাননগরে একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। ইতিমধ্যেই এই পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন তাপস ভট্টাচার্যের কন্যা আরাত্রিকা ভট্টাচার্য। তিনি ১০ হাজার ৩৪২ ভোটে জয়ী। অন্যদিকে, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। এখানকার ১৬ থেকে ৩০ সবকটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। বিধাননগরে, ৭ থেকে ১৪ রাউন্ডে গণনা হচ্ছে এ বার।
গত পুরনির্বাচনে বিধাননগরে ৪১ টি ওয়ার্ডের মধ্যে ২২ টি জয়লাভ করেছিল তৃণমূল। ১০টি ওয়ার্ডে জয়লাভ করে বিজেপি। বাকিগুলিতে জয় পেয়েছিল কংগ্রেস। দেখুন বিধাননগর পুরনিগমের ফলাফল একনজরে…
ওয়ার্ড | জয়ী | দ্বিতীয় স্থান |
---|---|---|
ওয়ার্ড-১ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৪ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৫ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৬ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-৭ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-৮ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৯ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১০ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১১ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-১২ | নির্দল | বাম |
ওয়ার্ড-১৩ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১৪ | কংগ্রেস | তৃণমূল |
ওয়ার্ড-১৫ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১৬ | তৃণমূল | কংগ্রেস |
ওয়ার্ড-১৭ | তৃণমূল | কংগ্রেস |
ওয়ার্ড-১৮ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-১৯ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-২০ | তৃণমূল | নির্দল |
ওয়ার্ড-২১ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২২ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৩ | তৃণমূল | তৃণমূল |
ওয়ার্ড-২৪ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-২৫ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-২৬ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৭ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৮ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-২৯ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩০ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩১ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-৩২ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩৩ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-৩৪ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-৩৫ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩৬ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-৩৭ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩৮ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৩৯ | তৃণমূল | বাম |
ওয়ার্ড-৪০ | তৃণমূল | বিজেপি |
ওয়ার্ড-৪১ | তৃণমূল | বিজেপি |