অবশেষে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব মিটল। এবার অপেক্ষা শুধু নির্বাচনের ফল প্রকাশের। চলতি মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। একে একে ভোট পর্ব মিটেছে ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্য প্রদেশ ও মিজোরামে। আজ ভোট গ্রহণ ছিল তেলঙ্গানায়। ভোট পর্ব মিটতেই প্রকাশিত হবে এক্সিট পোলের ফলাফল। আগামী ৩ ডিসেম্বর একসঙ্গে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। তার আগেই নির্বাচনের ফলের আভাস দেবে এই এক্সিট পোল।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থা ভোটারদের মধ্যে সমীক্ষা করেই এক্সিট পোলের ফলাফল তৈরি করে। নির্বাচনের ফলাফল হুবহু না মিললেও, ভোট গণনার আগে নির্বাচনের ফলের আভাস পাওয়া যায় এক্সিট পোলের ফলাফল থেকে। আজ, ৩০ নভেম্বর বিকেল ৫টার পর এক্সিট পোলের ফলাফল প্রকাশ হবে মধ্য প্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, ছত্তীসগঢ় ও মিজোরামের জন্য।
টিভি৯ বাংলা চ্যানেলেও সন্ধে ৭টা থেকে এক্সিট পোলের সরাসরি সম্প্রচার হবে।
টিভি৯ বাংলা ওয়েবসাইট- https://tv9bangla.com/
টিভি৯ বাংলা ইউটিউব পেজ- https://www.youtube.com/live/0Bl1ur0D980?si=ZL4IT5n8d9IIK9gq
টিভি৯ বাংলা টুইটার- https://twitter.com/Tv9_Bangla
টিভি৯ বাংলা ফেসবুক পেজ- https://www.facebook.com/TV9BanglaLive