BJP Goa Strategy: প্রত্যেকটি বুথে লক্ষ্য ৫০০ সংখ্যালঘু ভোট, নয়া কৌশলে গোয়া জয়ে ঝাঁপাচ্ছে বিজেপি

BJP: জিলানি বলেন, "আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমরা সংখ্যালঘু সম্প্রদায়েকর কাছে পৌঁছতে চাই। বুথস্তরে তাই সংখ্যালঘু মোর্চাকে মজবুত করা প্রয়োজন।

BJP Goa Strategy: প্রত্যেকটি বুথে লক্ষ্য ৫০০ সংখ্যালঘু ভোট, নয়া কৌশলে গোয়া জয়ে ঝাঁপাচ্ছে বিজেপি
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 4:28 PM

পানাজি: বছর ঘুরতেই গোয়া বিধানসভা নির্বাচন (Goa Assembly election)। পশ্চিমের এই সমুদ্র আবর্তিত রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের পর জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা লক্ষ্যে গোয়া জয়ে ঝাঁপিয়েছে তৃণমূল। ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফ্যালেরিওকে দলে যোগদান করিয়ে রাজ্যসভায় পাঠিয়ে গোয়ার নাগরিকদের মন জয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংগঠনকে মজবুত করতে অক্টোবর মাসের শেষ দিকে এই জনপ্রিয় ভ্রমণ কেন্দ্রে সফরে গিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। গোয়ার রাজনীতিতে বিরোধী দলের সংখ্যা বেড়ে যাওয়ায় এবারের গোয়া বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জের। সেই কথা মাথায় রেখে গোয়া ধরে রাখতে নতুন পরিকল্পনা বিজেপির।

আগামী বছরই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, পঞ্জাবের সঙ্গে একসাথেই হবে গোয়া বিধানসভা নির্বাচন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে সহজ জয় পেতে গোয়ার প্রত্যেক বুথে ৫০০ টি সংখ্যালঘু ভোটের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। গোয়া বিধানসভা নির্বাচনে নিযুক্ত বিজেপি সংখ্যালঘু মোর্চার ইনচার্জ সৈয়দ ইয়াসির জিলানি বিজেপির এই নির্বাচনী রণকৌশলের কথা জানিয়েছেন। তিনি জানান, বুথ স্তরে বিজেপির সংগঠন আরও মজবুত করতেই বিজেপির এই উদ্যোগ।

জিলানি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমরা সংখ্যালঘু সম্প্রদায়েকর কাছে পৌঁছতে চাই। বুথস্তরে তাই সংখ্যালঘু মোর্চাকে মজবুত করা প্রয়োজন। সংখ্যালঘু মোর্চার সকল জেলা সভাপতিকে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। প্রত্যেক বুথে আমরা ৫০০ সংখ্যালঘু ভোটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমাদের টিম সেই লক্ষ্যমাত্রা পুরণে সবরকমের চেষ্টা করবে। আমাদের পূর্ণ আস্থা রয়েছে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের যোগ্য নেতৃত্বেই বিজপিই গোয়াতে সরকার গঠন করবে।”

গোয়াতে সংখ্যালঘু বলতে রয়েছেন মূলত খ্রিস্টানরা। গোয়ার মোট ভোটারের ২৬ শতাংশই খ্রিস্টান। স্বভাবতই নির্বাচনে এই বিপুল সংখ্যার ভোটারের গুরুত্ব অসীম। আরও জানা গিয়েছে, ৪০ আসনের গোয়া বিধানসভার ১৩ টি বিধানসভা কেন্দ্রে খ্রিস্টান ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে। তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণের পরেই বিজেপির এই নয়া উদ্যোগ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপি সাংগঠনিকভাবে গোয়াকে দুটি জেলা ও ৪০ টি মণ্ডলে বিভক্ত করেছে। সব মিলিয়ে গোয়াতে মোট ১ হাজার ৬৬৩ টি ভোট কেন্দ্র রয়েছে। এই বুথগুলিকেই মোট ৪৯৬ টি শক্তি কেন্দ্রে বিভক্ত করেছে বিজেপি।

আরও পড়ুন International Passengers Tested COVID Positive: দেশে বাড়ছে ওমিক্রনের ভয়! করোনা আক্রান্ত ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে আগত ৬ যাত্রী

আরও পড়ুন  TMC’s Planning on Parliament: বরখাস্তের সিদ্ধান্তেই অনড় নাইডু, গোটা অধিবেশন জুড়েই ধর্ণায় বসবেন দোলা-শান্তা