কলকাতা: ত্রিপুরার পুরভোটে খুব একটা আসন দখল করতে না পারলেও, রাজ্য়ে আছড় কাটতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। এবার পরবর্তী লক্ষ্য সৈকত শহর গোয়া(Goa)। রবিবারই চারদিনের জন্য় গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে যাবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আর কয়েক মাস বাদেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)। আপাতত ছোট রাজ্য থেকেই জাতীয় স্তরে জায়গা তৈরি করে নেওয়ার কাজ শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই গোয়ায় জোরকদমে চলছে প্রচার, যোগদান কর্মসূচি। এরইমাঝে ফের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুর একটায় তিনি ও অভিষেক বন্দ্য়োপাধ্যায় কলকাতা বিমানবন্দরে যাবেন। দুপুর তিনটেয় বিশেষ বিমানে গোয়ার উদ্দেশে রওনা দেবেন তারা।
গোয়ায় তৃণমূল সংগঠন বিস্তার করার পর এই নিয়ে দ্বিতীয় বার সে রাজ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় তৃণমূলের সংগঠন বাড়াতে ও নির্বাচনী প্রচার কোনপথে চলবে, তা ঠিক করে দেবেন দলনেত্রী। তৃণমূলকে ক্ষমতায় আনতে কোন কোন কাজের ওপর বিশেষ জোর দেওয়া হবে, তাও প্রচারে নেমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন তিনি।
গোয়া বিধানসভা নির্বাচনের জন্য পাঁচটি প্রতিশ্রুতির পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস, আপাতত দলের তরফে তিনটি প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে। গতকালই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়, বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে চালু করা হবে গৃহলক্ষী স্কিম। এই প্রকল্পের অধীনে গোয়ার মহিলারা মাসে ৫ হাজার টাকা করে পাবেন।
তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২২- এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের মহিলাদের টাকা দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল। গৃহলক্ষী নামে ওই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ প্রত্যেক মহিলা বছরে ৬০ হাজার টাকা পর্যন্ত পাবেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই স্কিম চালু হলে উপকৃত হবে গোয়ার সাড়ে তিন লক্ষ পরিবার। আরও জানানো হয়েছে যে এই স্কিম কার্যকর করতে হলে রাজ্য সরকারের খরচ হবে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা, যা রাজ্য বাজেটের ৬ থেকে ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারি মাসেই গোয়ায় বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে ঘাসফুল শিবির। একইসঙ্গে চলছে দলে যোগদান প্রক্রিয়াও। বিধানসভা ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। গোয়ায় পা রাখার পর থেকেই মহুয়া মৈত্রের হাত ধরে একের পর এক নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। গত মাসেই উত্তর গোয়ায় কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্কর পাডতে, রুদ্রহ মহিলা মণ্ডলের সভাপতি মীনাক্ষী মেগু নায়েক ও যুব কংগ্রেস নেতা নীতেশ পণ্ডিত তৃণমূলে যোগ দেন। এছাড়া তৃণমূলে যোগ দেওয়ার পরই জোরকদমে প্রচার সারছেন তারকা সদস্য লিয়েন্ডার পেজ।