Gujarat Assembly Election: ভূপেন্দ্রই মুখ্যমন্ত্রী, সোমবারে শপথ, উপস্থিত থাকবেন মোদী-শাহ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 08, 2022 | 4:46 PM

Bhupendra Patel to take oath as chief minister of Gujarat: গুজরাটে মুখ্যমন্ত্রী থাকছেন ভূপেন্দ্র প্যাটেলই। আগামী সোমবারই শপথ গ্রহণ করবেন তিনি। জানিয়েছেন গুজরাট বিজেপির সভাপতি সিআর পাতিল।

Gujarat Assembly Election: ভূপেন্দ্রই মুখ্যমন্ত্রী, সোমবারে শপথ, উপস্থিত থাকবেন মোদী-শাহ
জয় সাফ হওয়ার পর মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল

Follow Us

আহমেদাবাদ: ভোট গণনা এখনও চলছে। তবে, গুজরাট বিধানসভা নির্বাচন ২০২২-এর (Gujarat Elections 2022) ফলাফলের ছবিটা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। রেকর্ড আসন সংখ্যা নিয়ে টানা সপ্তমবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি। অনেক পিছনে পড়েছে কংগ্রেস – আপ। এখনও পর্যন্ত ১৫৭টি আসনে জিতে গিয়েছে কিংবা এগিয়ে বিজেপি। কংগ্রেসের এগিয়ে রয়েছে মাত্র ১৭টি আসনে, আর আপ এগিয়ে ৫টি আসনে। শেষ পর্যন্ত এই সংখ্যাগুলির সামান্য অদলবদল ঘটতে পারে। কিন্তু, মোটামুটি ভাবে এটাই ফলের প্রবণতা। এর মধ্যেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণও জানিয়ে দিল গেরুয়া শিবির।

নির্বাচনের আগেই অমিত শাহ জানিয়েছিলেন বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী থাকবেন ভূপেন্দ্র প্যাটেলই। এদিন, গুজরাটের ভোটের ফলটা স্পষ্ট হয়ে উঠতেই, গুজরাটের বিজেপি সভাপতি সিআর পাতিলের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ভূপেন্দ্র প্যাটেল এবং সিআর পাতিলকে দেখা যায় দলীয় সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করে জয় উদযাপন করতে। পরে, সিআর পাতিল জানান, ভূপেন্দ্র প্যাটেলই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকছেন। আগামী সোমবার, ১২ ডিসেম্বর বেলা ২টোয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিজ কেন্দ্র আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। তিনি বলেছেন, “গুজরাট নির্বাচনের ফলাফল একেবারে স্পষ্ট। গুজরাটে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার বিষয়ে মনস্থির করেছেন এখানকার মানুষ। আমরা মানুষের রায় মেনে নিচ্ছি। বিজেপির সমস্ত কর্মী গণ পরিষেবায় ব্রতী।”

ফলাফলের যে  প্রবণতা দেখা যাচ্ছে, তাতে নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন অন্তত ১৫০-এর বেশি আসন পেতে চলেছে বিজেপি। গত, ছয় বারের নির্বাচনে এই ছবি দেখা যায়নি। ১৯৯৫ সাল থেকে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী হওয়ার আগে, রাজ্যে দীর্ঘতম সময় ধরে মুখ্য়মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর জনপ্রিয়তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। কিন্তু, তাঁর সময়েও কোনওদিন বিজেপি ১৫০-র বেশি আসন জিততে পারেনি গুজরাটে।

Next Article