Gujarat Assembly Elections: নির্বাচনী পিচে জাদেজা-পত্নীর কামাল, প্রথমবার নেমেই বড় জয় রিভাবার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 08, 2022 | 5:05 PM

Rivaba Jadeja wins from Jamnagar north: নির্বাচনী পিচে প্রথমবার নেমেই দুর্দান্ত জয় পেলেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। ৪০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি।

1 / 10
নির্বাচনী পিচে প্রথমবার নেমেই দুর্দান্ত জয় পেলেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। নিকটতম প্রার্থী কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজাকে তিনি ৪০,৯৬৩ ভোটের বড় ব্যবধানে পরাস্ত করলেন।

নির্বাচনী পিচে প্রথমবার নেমেই দুর্দান্ত জয় পেলেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। নিকটতম প্রার্থী কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজাকে তিনি ৪০,৯৬৩ ভোটের বড় ব্যবধানে পরাস্ত করলেন।

2 / 10
তবে, গণনার শুরুতে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন তিনি। জামনগর উত্তর বিধানসভার নির্বাচনে আপের কর্ষণভাই কামরুর এবং কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজার পিছনে তিন নম্বরে ছিলেন তিনি। তবে, ঠিক এমএস ধোনি স্টাইলে 'ফিনিশ' করেন তিনি।

তবে, গণনার শুরুতে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন তিনি। জামনগর উত্তর বিধানসভার নির্বাচনে আপের কর্ষণভাই কামরুর এবং কংগ্রেসের বিপেন্দ্রসিং চতুরসিং জাদেজার পিছনে তিন নম্বরে ছিলেন তিনি। তবে, ঠিক এমএস ধোনি স্টাইলে 'ফিনিশ' করেন তিনি।

3 / 10
করণী সেনার সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন রিভাবা জাদেজা। ২০১৮ সালে তাঁকে করণী সেনার মহিলা শাখার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল।

করণী সেনার সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন রিভাবা জাদেজা। ২০১৮ সালে তাঁকে করণী সেনার মহিলা শাখার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল।

4 / 10
২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী। এবার জামনগর উত্তরের বিধায়ক ধর্মেন্দ্রসিং এম জাডেজার বদলে রিভাবাকেই টিকিট দিয়েছিল বিজেপি।

২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী। এবার জামনগর উত্তরের বিধায়ক ধর্মেন্দ্রসিং এম জাডেজার বদলে রিভাবাকেই টিকিট দিয়েছিল বিজেপি।

5 / 10
রবীন্দ্র আমার জন্য যতদূর সম্ভব করেছে, বলছেন রিভাবা

রবীন্দ্র আমার জন্য যতদূর সম্ভব করেছে, বলছেন রিভাবা

6 / 10
রিভাবার হয়ে প্রচারে দেখা গিয়েছিল তাঁর তারকা ক্রিকেটার স্বামী রবীন্দ্র জাদেজাকে। তবে, শুরুতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর হয়ে প্রচার করতে নারাজ ছিলেন বলে জানা গিয়েছিল। গতবারের বিধায়ককে বাদ দিয়ে, তাঁকে টিকিট দেওয়াটা দলের অনেকেই মেনে নিতে পারেননি। কিন্তু, বিজেপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে সেই বাধা কেটে যায়।

রিভাবার হয়ে প্রচারে দেখা গিয়েছিল তাঁর তারকা ক্রিকেটার স্বামী রবীন্দ্র জাদেজাকে। তবে, শুরুতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর হয়ে প্রচার করতে নারাজ ছিলেন বলে জানা গিয়েছিল। গতবারের বিধায়ককে বাদ দিয়ে, তাঁকে টিকিট দেওয়াটা দলের অনেকেই মেনে নিতে পারেননি। কিন্তু, বিজেপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে সেই বাধা কেটে যায়।

7 / 10
তারকা প্রার্থী হয়েও, একেবারে মাটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর এই সারল্যই ভোটারদের মন জয় করেছে বলে জাবি করছেন বিজেপি কর্মীরা।

তারকা প্রার্থী হয়েও, একেবারে মাটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর এই সারল্যই ভোটারদের মন জয় করেছে বলে জাবি করছেন বিজেপি কর্মীরা।

8 / 10
২০১৬ সালে রিভাবা এবং রবীন্দ্র জাদেজার বিয়ে হয়েছিল। ১৯৯০ সালে রাজকোটে জন্ম হয়েছিল রিভাবার। তাঁর বাবা গুজরাটের একজন বড় ব্যবসায়ী। রাজকোটের আত্মিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

২০১৬ সালে রিভাবা এবং রবীন্দ্র জাদেজার বিয়ে হয়েছিল। ১৯৯০ সালে রাজকোটে জন্ম হয়েছিল রিভাবার। তাঁর বাবা গুজরাটের একজন বড় ব্যবসায়ী। রাজকোটের আত্মিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

9 / 10
মজার বিষয় হল, রিভাবা যেখানে বিজেপির প্রার্থী, রবীন্দ্র জাদেজার বোন নয়না কংগ্রেস কর্মী। ননদ ও জায়ের মধ্যে রাজনীতি নিয়ে প্রায়শই ঝগড়া হয় বলেও শোনা গিয়েছে। ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় মাস্ক পরা নিয়েও দু'জনের মধ্যে ঝামেলা হয়েছিল।

মজার বিষয় হল, রিভাবা যেখানে বিজেপির প্রার্থী, রবীন্দ্র জাদেজার বোন নয়না কংগ্রেস কর্মী। ননদ ও জায়ের মধ্যে রাজনীতি নিয়ে প্রায়শই ঝগড়া হয় বলেও শোনা গিয়েছে। ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় মাস্ক পরা নিয়েও দু'জনের মধ্যে ঝামেলা হয়েছিল।

10 / 10
গত ১ ডিসেম্বর জামনগর উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল। এই কেন্দ্রে অত্যন্ত কম ভোট পড়েছিল। ফল প্রকাশের পর দেখা গিয়েছে, এর মধ্যে ৫৩ শতাংশ ভোটই পেয়েছেন রিভাবা জাদেজা।

গত ১ ডিসেম্বর জামনগর উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছিল। এই কেন্দ্রে অত্যন্ত কম ভোট পড়েছিল। ফল প্রকাশের পর দেখা গিয়েছে, এর মধ্যে ৫৩ শতাংশ ভোটই পেয়েছেন রিভাবা জাদেজা।

Next Photo Gallery