আহমেদাবাদ: গুজরাটে ফের উঠল গেরুয়া ঝড়। গুজরাটে বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) যাবতীয় রেকর্ড ভেঙে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সপ্তমবারের জন্য মসনদে ফিরল বিজেপিই (BJP)। গুজরাটের ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনেই জয়ী হয়েছে বিজেপি, যা এখনও অবধি কোনও দল জিততে পারেনি। গুজরাটের এই বিপুল সাফল্যের জন্য সকলেই একজনকে কৃতিত্ব দিয়েছেন, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের গড়ে প্রচার একটুও খামতি রাখেননি নমো। আর সেই মোদী ম্যাজিকের প্রভাব দেখা গিয়েছে ভোটের ফলাফলে। নির্বাচনের ফলঘোষণার পরই গুজরাটে যাতে বিজেপির বিজয়রথ জারি থাকে, তার জন্য কঠোর পরিশ্রমের কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী মোদী নিজেও।
গুজরাটের অবিশ্বাস্য ফলের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটবাসীকে ধন্যবাদ জানান এই রেকর্ডভাঙা আসন সংখ্যায় জয়ের জন্য। সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের (বিজেপি) উপরে যে বিশ্বাস ও ভরসা দেখিয়েছেন, তাতে আমি আপ্লুত।”
বৃহস্পতিবার দিল্লির দলীয় কার্যালয়ে গুজরাট নির্বাচনের ফলাফল সম্পর্কে বলতে গিয়ে মোদী বলেন, “গুজরাটে নির্বাচনী প্রচার চালানোর সময়ই আমি বলেছিলাম নরেন্দ্র মোদীর ২০০২ সালের রেকর্ড ভাঙতে হবে। আমি বলেছিলাম ভূপেন্দ্রই নরেন্দ্রের রেকর্ড ভাঙবেন, আর তার জন্য নরেন্দ্র মন-প্রাণ দিয়ে নিরন্তর পরিশ্রম করবে। আজ বলতে পারি, ভূপেন্দ্র নরেন্দ্রের রেকর্ড ভাঙতে পেরেছে।”
মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের ব্যক্তিগত জয়ের প্রশংসা করেও প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ, ভূপেন্দ্র ভাই পটেল নিজের আসনে ২ লক্ষেরও বেশি আসনে জয়ী হয়েছেন। চমৎকার ফল এটা। একটি বিধানসভা আসনে ২ লক্ষেরও বেশি ভোটে জয়ী হওয়া বড় বিষয়, অনেক লোকসভা আসনেও এত ব্যবধানে জয় পান না প্রার্থীরা।”