আহমেদাবাদ: নির্বাচনী ময়দানে প্রথমবার পা রেখেছিলেন জাতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। গুজরাট বিধানসভা নির্বাচনে, জামনগর উত্তর কেন্দ্র থেকে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। আর এই জয়ের পর তাঁর নয়, ভাইরাল হচ্ছে তাঁর তারকা স্বামীর ভিডিয়ো। ভিডিয়োটিতে জাদেজাকে বেশ কয়েকজন ঢোল বাদককে ঘিরে রিভাবার জয় উদযাপন করতে দেখা যাচ্ছে। ঢোল বাদকরা বাজাচ্ছেন আর জাদেজাকে দেখা যাচ্ছে নাগাড়ে তাঁদের উপর টাকার বৃষ্টি করতে। জাদেজার হাতে ছিল থোকা থোকা ১০ টাকার নোট।
— Out Of Context Cricket (@GemsOfCricket) December 9, 2022
১৭ রাউন্ড গণনার পর, রিভাবা জাদেজা পেয়েছেন ৮৮,১১০ ভোট। আর তাঁর নিকটতম প্রার্থী আম আদমি পার্টির কর্শন কারমুর পেয়েছেন ৩৪৮১৮ ভোট। ৫৩,৫৭০ ভোটে জয়ী হয়েছেন রিভাবা। জয়ের পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিবাবা, রবীন্দ্র জাদেজাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়ছেন, গোটা প্রচার পর্ব জুড়ে তাঁর স্বামী তাঁকে অবিরাম সমর্থন করে গিয়েছেন। এই জয়ের জন্য তাঁকেও কৃতিত্ব দিয়েছেন রিভাবা। রবীন্দ্র জাদেজা শুধু তাঁর পাশে থাকেননি, তাঁকে অনুপ্রাণিত করেছেন বলেও জানিয়েছেন রিভাবা।
Congratulations to Rivaba Jadeja on a massive victory of 30,000+ majority votes. #RivabaJadeja
#GujaratElectionResult #GujaratElections #Gujarat pic.twitter.com/qpZwZewX9c— Aman Kumar (@amankr_05) December 8, 2022
রিভাবা আরও জানিয়েছেন, প্রথমবার ভোটে দাঁড়িয়ে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর। তিনি আরও বলেছেন, “মোদিজি যখন এসেছিলেন, তখন তিনি হালকা মেজাজে রবীন্দ্রকে বলেছিলেন, ‘তুমি এর আগে কখনও এমন ফিল্ডিং করোনি।’ ও (রবীন্দ্র জাদেজা) আমার জন্য যতদূর সম্ভব করেছে।” করনি সেনার মহিলা শাখার প্রধান হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, রিভাবা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে গত কয়েক বছরে, জামনগর এলাকায় তিনি বিজেপির হয়ে রাত-দিন এক করে খেটেছিলেন। স্থানীয় মহিলাদের উন্নয়নেও অনেক কাজ করেছেন বলে শোনা যায়।