Himachal Pradesh Assembly Elections 2022 Live: হিমাচলে শেষ ভোটগ্রহণ, বিকেল ৫টা অবধি ভোট পড়ল ৬৬ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 12, 2022 | 6:22 PM

Himachal Pradesh Assembly Polls 2022 Voting Live Updates: শনিবার মোট ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া, চলবে বিকেল ৫টা অবধি। আগামী ৮ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ হবে।

Himachal Pradesh Assembly Elections 2022 Live: হিমাচলে শেষ ভোটগ্রহণ, বিকেল ৫টা অবধি ভোট পড়ল ৬৬ শতাংশ
শুরু হল হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন।

Follow Us

বেজে গেল নির্বাচনের দামামা। আজ হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। আগামী পাঁচ বছরের জন্য় কোন রাজনৈতিক দলের দখলে থাকবে পাহাড়ি রাজ্য, তা নির্ধারণ হবে আজই। শনিবার মোট ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া, চলবে বিকেল ৫টা অবধি। আগামী ৮ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ হবে। মোট ৫৫ লক্ষ ভোটার হিমাচল প্রদেশের ভাগ্য নির্ধারণ করবেন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ৪১২জন প্রার্থী দাঁড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণের জন্য মোট ৭৮৮১টি বুথ তৈরি করা হয়েছে।

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। একদিকে রয়েছে শাসক দল বিজেপি, আগামী পাঁচ বছরও যাতে ক্ষমতা তাদের দখলেই থাকে, তার জন্য জোরকদমে প্রচার ও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসও পুরনো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। তবে একাধিক মুখ্যমন্ত্রীর মুখ ও দলের অন্দরেই কোন্দল নিয়ে জেরবার কংগ্রেস। হিমাচলে বিজেপির নতুন ও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে আম আদমি পার্টিও। দিল্লি ও পঞ্জাব দখলের পর এবার তাদের লক্ষ্য হিমাচল প্রদেশ ও গুজরাটেও বিধানসভা নির্বাচনে জয়। এবারের নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং ও বিজেপির প্রাক্তন প্রধান সতপাল সিং সাত্তি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Nov 2022 05:08 PM (IST)

    বিশ্বের উচ্চতম ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিলেন প্রথমবারের ভোটার

    হিমাচলে প্রথমবারে ভোটার কুঞ্জুক চোডান তাশিগাং থেকে প্রথমবার ভোট দিলেন। তাশিাগাং বিশ্বের উচ্চতম ভোটগ্রহণ কেন্দ্র। হিমাচল প্রদেশের লাহাউল স্পিটিতে এই ভোট গ্রহণ কেন্দ্র অবস্থিত। প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কুঞ্জুক।

  • 12 Nov 2022 04:02 PM (IST)

    বুথের বাইরে দীর্ঘ লাইন, কমিশনে অভিযোগ কংগ্রেসের

    হিমাচল প্রদেশের ভোটপ্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখল কংগ্রেস। কংগ্রেসের তরফে কমিশনকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, সেরাজ্যের একাধিক বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, ভোটকর্মীরা ধীর গতিতে কাজ করার কারণে ভোট প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।


  • 12 Nov 2022 02:34 PM (IST)

    চাসক ভাটোরির ভোটগ্রহণ কেন্দ্রে ভোটাররা

    হিমাচলের সবথেকে দূরবর্তী পোলিং স্টেশনে চলে ভোট গ্রহণ।  এই বুথে ভোট দিতে হলে ভোটারদের নিকটবর্তী রাস্তা থেকে ১৪ কিলোমিটার পথ হেঁটে ভোটগ্রহণ কেন্দ্রে চলে যেতে হবে।

  • 12 Nov 2022 01:29 PM (IST)

    লড়াই করে বুথে ভোটকর্মীরা

    হিমাচল প্রদেশ নির্বাচনে  রীতিমতো লড়াই করে ভোট কেন্দ্রে পৌঁছেছেন ভোটকর্মীরা। সংবাদ সংস্থা এএনআই থেকে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে বরফে ঢাকা দুর্গম রাস্তা দিয়ে হাতে ইভিএম সহ ভোটগ্রহণের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বুথের দিকে হেঁটে যাচ্ছেন ভোটকর্মীরা।

  • 12 Nov 2022 01:02 PM (IST)

    এত বছরের প্রবণতা ভেঙে যাবে, হিমাচল নিয়ে মুখ খুললেন নাড্ডা

    পাঁচ বছর অন্তর হিমাচল প্রদেশে সরকার বদল হওয়াই দস্তুর। কিন্তু এতদিনের এই প্রবণতা এবার ভেঙে যাবে বলে মনে করছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। নাড্ডা বলেন, “এত দিনের প্রবণতা এবার বদল যাবে। বিগত পাঁচ বছরে মানুষ উন্নয়ন চাক্ষুস করেছে। হিমাচলে সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতা আনার জন্য মনস্থির করে ফেলেছে। ভোটের ফলেই তা প্রমাণিত হবে।”

  • 12 Nov 2022 12:33 PM (IST)

    সকাল ১১টা অবধি ভোট পড়ল ১৮ শতাংশ

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশে সকাল ১১টা অবধি ভোট পড়েছে ১৭.৯৮ শতাংশ।

  • 12 Nov 2022 12:21 PM (IST)

    ভোট দিলেন ১০৫ বছর বয়সী নারো দেবী

    হিমাচল প্রদেশের প্রবীণতম ভোটার হলেন ১০৫ বছর বয়সী নারো দেবী। এদিন তিনি চুড়া বিধানসভা কেন্দ্রে ভোট দেন।

  • 12 Nov 2022 11:32 AM (IST)

    ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমাল

     

  • 12 Nov 2022 10:48 AM (IST)

    সকাল ৯টা অবধি ভোট পড়ল ৫ শতাংশ

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ৫.০২ শতাংশ।

  • 12 Nov 2022 10:46 AM (IST)

    ভোট দিলেন আনন্দ শর্মা

    সিমলায় ভোট দিলেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা।

  • 12 Nov 2022 10:45 AM (IST)

    হিমাচলে সরকার গড়বে বিজেপিই, আত্মবিশ্বাসী অনুরাগ ঠাকুর

    হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হামিরপুরের সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “উত্তরাখণ্ড,গোয়া, মণিপুর ও উত্তর প্রদেশে আমরা আবার ক্ষমতায় এসেছি। হিমাচল প্রদেশ ও গুজরাটেও আমরাই ক্ষমতায় আসব। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কংগ্রেসের অভ্যাস, সাধারণ মানুষ তাদের আসল রূপ জানেন।”

  • 12 Nov 2022 10:42 AM (IST)

    ভোট দিলেন কংগ্রেস প্রধান প্রতিভা সিং

     

  • 12 Nov 2022 09:00 AM (IST)

    সপরিবারে ভোট দিলেন মুখ্য়মন্ত্রী জয়রাম ঠাকুর

    সকালেই ভোট দিতে এলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তাঁর সঙ্গে স্ত্রী ও মেয়েও এসেছিলেন।

  • 12 Nov 2022 08:59 AM (IST)

    সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড়

     

  • 12 Nov 2022 08:57 AM (IST)

    ধরমশালাতেও চলছে ভোটগ্রহণ

    ধরমশালাতেও সকাল থেকেই বিভিন্ন বুথে দেখা গেল ভোটারদের ভিড়।

  • 12 Nov 2022 08:55 AM (IST)

    সিমলায় চলছে ভোটগ্রহণ

     

  • 12 Nov 2022 08:55 AM (IST)

    বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী কংগ্রেস

    হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী প্রদেশ কংগ্রস প্রধান প্রতিভা সিং। তিনি বলেন, “হিমাচলের সমস্ত মানুষই খুব উৎসাহিত। আজ সকলে ভোট দেবেন এবং রাজ্যে নতুন সরকার গঠন করতে সাহায্য করবেন।”

  • 12 Nov 2022 08:09 AM (IST)

    ভোট দেওয়ারআর্জি জানালেন প্রধানমন্ত্রী

    আজ হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে হিমাচল প্রদেশের সকল ভোটারকে ভোটদানের আর্জি জানান।

  • 12 Nov 2022 08:07 AM (IST)

    হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি বনাম কংগ্রেস ও আপের

    হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। একদিকে রয়েছে শাসক দল বিজেপি, আগামী পাঁচ বছরও যাতে ক্ষমতা তাদের দখলেই থাকে, তার জন্য জোরকদমে প্রচার ও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসও পুরনো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। হিমাচলে বিজেপির নতুন ও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে আম আদমি পার্টিও। দিল্লি ও পঞ্জাব দখলের পর এবার তাদের লক্ষ্য হিমাচল প্রদেশ ও গুজরাটেও বিধানসভা নির্বাচনে জয়।

  • 12 Nov 2022 08:06 AM (IST)

    ভাগ্য নির্ধারণ করবেন ৫৫ লক্ষ ভোটার

    মোট ৫৫ লক্ষ ভোটার হিমাচল প্রদেশের ভাগ্য নির্ধারণ করবেন।

  • 12 Nov 2022 08:05 AM (IST)

    ৬৮টি আসনে হবে ভোটগ্রহণ

    শনিবার হিমাচল প্রদেশে মোট ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আগামী ৮ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ হবে।

  • 12 Nov 2022 08:04 AM (IST)

    ভোটগ্রহণের আগে মক পোলিং

    ভোটগ্রহণ শুরুর আগে বিভিন্ন বুথে মক পোলের মাধ্যমে ইভিএম কাজ করছে কি না, তা দেখে নেওয়া হল। হামিরপুরের একটি বুথে মক পোলিংয়ের দৃশ্য।

  • 12 Nov 2022 08:02 AM (IST)

    শুরু হল ভোট গ্রহণ

    আজ হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা অবধি।