বেঙ্গালুরু: নির্বাচনমুখী কর্নাটকে গেরুয়া শিবির চূড়ান্ত নাটক। চিক্কামাগালুরু জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পাকে ঘেরাও করল বিজেপি কর্মী-সমর্থকরাই। যার জেরে নির্ধারিত নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করতে বাধ্য হলেন ইয়েদুরাপ্পা। সম্প্রতি, আসন্ন কর্নাটক নির্বাচনে শিকারিপুরা কেন্দ্র থেকে তাঁর পুত্র বিওয়াই বিজয়েন্দ্র প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করেছিলেন বিএস ইয়েদুরাপ্পা। গত নির্বাচন পর্যন্ত এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন ইয়েদুরাপ্পা নিজে। তবে, তাঁর সেই ঘোষণা খারিজ করে দিয়েছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি। এরপর থেকেই ইয়েদুরাপ্পাকে কেন্দ্র কর্নাটক বিজেপিতে আলোড়ন শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চিক্কামাগালুরু জেলার মুদিগেরে নির্বাচনী কেন্দ্রে বিজেপির বিজয় সংকল্প যাত্রা কর্মসূচি ছিল। সেই যাত্রায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল ইয়েদুরাপ্পার। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মুদিগেরে পৌঁছতেই দলীয় কর্মী এবং সিটি রবির সমর্থকরা তাঁর ব্যক্তির গাড়ি ঘেরাও করে। মুদিগেরে কেন্দ্র থেকে বিধায়ক এমপি কুমারস্বামীকে যাতে আর টিকিট দেওয়া না হয়, সেই দাবি জানাতে থাকেন তারা। দৃশ্যত বিরক্ত, ইয়েদুরাপ্পা রোড শো বাতিল করতে বাধ্য হন। যাত্রায় অংশ না নিয়েই মুদিগেরে ছাড়েন তিনি। সিটি রবিকে দেখা যায় তাঁর সমর্থকদের সঙ্গে বিপরীত মুখে হাঁটতে।
Yediyurappa. Whole video pic.twitter.com/VFStX4ZmgO
— Imran Khan (@KeypadGuerilla) March 16, 2023
দল তাঁকে বয়সের কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পরই ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন তিনি আর নির্বাচনী রাজনীতিতে অংশ নেবেন না। তবে সেই সময়ই তিনি বলেছিলেন, তাঁর নিজ কেন্দ্র শিকারিপুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিওয়াই বিজয়েন্দ্র। ভোট এগিয়ে আসায়, লিঙ্গায়ত ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে ইয়েদুরাপ্পাকেই প্রচারের প্রধান মুখ করেছে বিজেপি। প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতারাও তাঁকেই কর্নাটক বিজেপির মুখ হিসেবে তুলে ধরছেন। এই অবস্থায় ফের একবার শিকারিপুরা থেকে ছেলেকে দাঁড় করানোর কথা ঘোষণা করেছেন বিওয়াই বিজয়েন্দ্র।
#KarnatakaElections2023
Another issue at BJP’s Vijay Snakalp Yatra at Mudigere.
Party workers encircle BSY demanding ticket not to be given to MLA MP Kumaraswamy. Upset Yediyurappa canceled the road show because of the drama. pic.twitter.com/FmTmHUJyjf— Apurva Mirajkar (@apurvasays) March 16, 2023
এরপরই দলের জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি জানান, তাদের দলে প্রার্থী ‘রান্নাঘরে বাছাই করা হয় না’। দলের পক্ষ থেকে কোন কেন্দ্রে কার জয়ের সম্ভাবনা বেশি তা যাচাই করে, তার ভিত্তিতে প্রার্থী করা হয়। স্পষ্টতই এই বিষয়টি নিয়ে ইয়েদুরাপ্পা শিবিরের সঙ্গে সিটি রবি শিবিরের ফাটল তৈরি হয়েছে। এখন, কেন্দ্রীয় নেতৃত্ব কীভাবে অবস্থা সামাল দেয় সেটাই দেখার।