বেঙ্গালুরু: বিজেপি ছেড়ে কংগ্রেসে যেতেই নিজের কেন্দ্র থেকে প্রার্থীপদ পেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার (Jagadish Shettar)। আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে তাঁকে প্রার্থী না করায় ক্ষোভে দল ছাড়েন প্রবীণ বিজেপি নেতা জগদীশ সেত্তার। দল ছাড়ার একদিনের মধ্য়েই তিনি কংগ্রেসে যোগ দেন। নতুুন দলে যোগ দেওয়ার পরই তাঁকে এবার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী করা হল। জগদীশ সেত্তারের নিজের কেন্দ্র হুবলি-ধারওয়াদ থেকেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে জানা গিয়েছে।
ছয়বারের বিধায়ক তথা কর্নাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী জগদীশ সেত্তার রাজ্য়ে বিজেপির সংগঠন তৈরির গোড়া থেকে থাকলেও, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের তরফে যে ১৮৯ জন প্রার্থী তালিকা প্রকাশ করে, সেখানে নাম ছিল না জগদীশ সেত্তারের। সম্প্রতিই তিনি দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন এবং তাঁর নিজের কেন্দ্র হুবলি থেকে প্রার্থী করার দাবি করেন। কিন্তু বিজেপির তরফে সেই দাবি পূরণ করা হয়নি। এরপরই রবিবার তিনি বিজেপি থেকে ইস্তফা দেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী না করে বিজেপি অপমান করেছে।
দল ছাড়ার পর রাতেই তিনি হুবলি থেকে বিশেষ কপ্টারে করে বেঙ্গালুরুতে উড়ে যান এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দেখা করে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রণদীপ সূর্যেওয়ালা, কর্নাটকের কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার, প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া সহ একাধিক শীর্ষ নেতা। পরেরদিনই তিনি কংগ্রেসে যোগ দেন। মঙ্গলবার জানা যায়, হুবলি-ধারওয়াদ কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রার্থী হচ্ছেন জগদীশ সেত্তার।
জগদীশ সেত্তারের ইস্তফার পর একদিকে যেখানে বিজেপির তরফে দাবি করা হয়েছে যে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ইস্তফায় আসন্ন নির্বাচনে দলের ভোটে কোনও প্রভাব পড়বে না, সেখানেই কংগ্রেসের দাবি, সেত্তারের যোগদানে দল বিশেষ মাইলেজ পাবে এবং কমপক্ষে ১৫০টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে।
প্রসঙ্গত, আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১৩ মে।