Karnataka Election Result 2023: রাহুলের ‘ভারত জোড়োতেই’ কর্নাটকে বাজিমাত, পঞ্চমুখ কংগ্রেস

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 13, 2023 | 1:46 PM

Karnataka Asssembly Election Result: বিজেপিকে পিছনে ফেলে রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। ৩৮ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াই তাহলে টিকে থাকছে এই দক্ষিণী রাজ্যে। আর কংগ্রেসের জয়ের পিছনে রাহুল গান্ধীকেই ক্রেডিট দিচ্ছে দল।

Karnataka Election Result 2023: রাহুলের ভারত জোড়োতেই কর্নাটকে বাজিমাত, পঞ্চমুখ কংগ্রেস
ফাইল ছবি
Image Credit source: টুইটার

Follow Us

বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হতে আর কিছুক্ষণই বাকি। সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে গণনা। গণনার সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী, ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে কংগ্রেস। ২২৪ টি আসন সমন্বিত কর্নাটক বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার জন্য কোনও রাজনৈতিক দলকে ১১৩ টি আসনে জয় পেতে হবে। এই মুহূর্তে ২২৪ টি আসনের মধ্যে ১৩২ টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। রাজনৈতিক কারবারিদের অনুমান, কর্নাটকে কংগ্রেসের সরকার গঠন আর মাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে জয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর কংগ্রেসের এই জয়ের পিছনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও তাঁর ‘ভারত জোড়া যাত্রাকেই’ কৃতিত্ব দিয়েছে দল।

গণনা শুরু হতেই হাত শিবিরের জয় জয় রব উঠেছিল। বিজেপিকে পিছনে ফেলে রুদ্ধশ্বাস গতিতে একটির পর একটি আসনে এগিয়ে যাচ্ছিল কংগ্রেস। আর তারপরই কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্য়াকাউন্ট থেকে একটি ভিডিয়ো মন্তাজ আপলোড করা হয়। সেই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান ‘আনস্টপেবল’। আর ‘ভারত জোড়া যাত্রা’ থেকে রাহুল গান্ধীর টুকরো টুকরো ছবি ভেসে উঠছে ভিডিয়োতে। আর এই টুইটের ক্য়াপশনে লেখা হয়েছে, “আমি অপরাজেয়, আমি খুব আত্মবিশ্বাসী, হ্যাঁ আজ আমি অপ্রতিরোধ্য।”

 

श्री राहुल गांधी की भारत जोड़ो यात्रा के दौरान कर्नाटक में जो माहौल दिखा था आज उसी का नतीजा कर्नाटक के चुनाव परिणाम में स्पष्ट दिख रहा है। यूपीए चेयरपर्सन श्रीमती सोनिया गांधी, कांग्रेस अध्यक्ष श्री मल्लिकार्जुन खड़गे, श्री राहुल गांधी एवं श्रीमती प्रियंका गांधी के नेतृत्व में…

— Ashok Gehlot (@ashokgehlot51) May 13, 2023

প্রসঙ্গত, গণনার ট্রেন্ড বলছে গত ৩৮ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াই জিইয়ে রইল এই দক্ষিণী রাজ্যে। এই ট্রেন্ড বজায় রেখে বিজেপির জয়রথ থামিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের এই জয়ের পিছনে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-কেই কৃতিত্ব দিয়েছে কংগ্রেসের নেতারা। এদিকে ভোট গণনার মাঝেই কংগ্রেস মুখপাত্ররা বিভিন্ন নিউজ চ্যানেলে দাবি করেছেন, রাহুলের ভারত জোড়ো যাত্রা ময়দানে কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করতে সাহায্য করেছে। এর ফলে এই নির্বাচনে কংগ্রেসের পারফরম্যান্সে অনেকটাই ইতিবাচক প্রভাব পড়েছে। এদিরে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে জানান, রাহুল গান্ধীর যাত্রার সময় কর্নাটকের আবহের স্পষ্ট ছাপ পড়েছে এই ফলাফলে। তিনি হিন্দিতে টুইটে লেখেন, “রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় কর্নাটকে যে পরিবেশ দৃশ্যমান ছিল তা আজ কর্নাটকের নির্বাচনী ফলাফলে স্পষ্টভাবে দৃশ্যমান। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতারা দুর্দান্ত প্রচার করেছিলেন। কর্নাটক সাম্প্রদায়িক রাজনীতি প্রত্যাখ্যান করে উন্নয়নের রাজনীতি বেছে নিয়েছে।” এদিকে সবুজ আবির ও রাহুল গান্ধীর ছবি হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে কংগ্রেস নেত-কর্মীদের। প্রসঙ্গত, গণনার সাম্প্রতিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর ৬৬ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২১ টি আসনে এগিয়ে এইচডি কুমারস্বামীর দল জেডি(এস)। আর অন্যান্যরা পেয়েছে ৫ টি।

Next Article